সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF।। Bengali GK PDF for Competitive exams - mymathslz
আজকে আমরা 50 টি GK প্রশ্ন ও উত্তর - 3 শেয়ার করলাম। যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিতে সাহায্য করবে। আজকের এই 50 টি General Knowledge (GK) in Bengali PDF টি খুব গুরুত্বপূর্ন। কারণ এই 50 টি GK প্রশ্ন ও উত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে।
1. শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়ে ছিলেন ?
➥ ভারতীয়দের মনে সন্ত্রাস ও ভয় সৃষ্টি করার জন্য।
2. সালেম ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ তামিলনাড়ু রাজ্যে।
3. ভারতের কোথায় গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করে ?
➥ 1917 সালে চম্পারন।
4. কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি কোথায় অবস্থিত ?
➥ সিকিমে।
5. পশ্চিমবঙ্গের প্রথম যুক্তফ্রন্ট সরকার মুখ্যমন্ত্রী ছিলেন কে ?
➥ অজয় কুমার মুখোপাধ্যায়।
6. ভরবেগ ও ভার হল -
➥ উভয়ই ভেক্টর রাশি।
7. LPG এর মুখ্য উপাদান হলো -
➥ বিউটেন। LPG প্রধানত প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন এই সমস্ত গ্যাসের মিশ্রণ। বিউটেন-প্রোপেন অনুপাত তাপমাত্রা অনুযায়ী হয়। ভারতে বিউটেন এর প্রধান উপাদান।
8. সদ্গতি ছবিটির পরিচালক কে ?
➥ সত্যজিৎ রায়।
9. লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কয়টি ?
➥ 42 টি।
10. ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হল কোনটি ?
➥ ভারতরত্ন।
11. উদ্ভিদ কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে ?
➥ কার্বন ডাই অক্সাইড।
12. সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত ?
➥ অন্ধ্রপ্রদেশ।
13. কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন ?
➥ শিশুদের অধিকার।
14. জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া কোথায় উদ্ভব হয়েছিল ?
➥ পাঞ্জাবে।
15. কত সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল ?
➥ 1911 সাল।
16. কানপুর কোন নদীর তীরে অবস্থিত ?
➥ গঙ্গা নদীর ডান তীরে।
17. পেন্সিলে ব্যবহৃত পদার্থটির নাম কি ?
➥ গ্রাফাইট।
18. কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করে ?
➥ ওয়েলেসলি।
19. সম্ভাব্য সর্বাধিক দাগিমা রেখা টি হল -
➥ 180 ডিগ্রী।
20. ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতের নাম কি ?
➥ হিমালয়।
⧭ ভারতবর্ষের জমজ শহরের তালিকা।
21. ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ এর নাম বল ?
➥ সহস্রধারা।
22. আনন্দমঠ গ্রন্থটি রচয়িতা হলেন -
➥ বঙ্কিমচন্দ্র।
23. গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি ছিল ?
➥ রাহুল।
24. ছোটনাগপুর মালভূমি কি ধরনের মালভূমি ?
➥ ব্যবচ্ছিন্ন।
25. ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার টির নাম কি ?
➥ আসামের ডিগবয়।
26. কে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা ?
➥ রামমোহন রায়।
27. ভারতে কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ?
➥ গুজরাট।
28. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের প্রধান নেতা কে ছিলেন ?
➥ সূর্যসেন।
29. শেরশাহের সেনাপতি কে ছিল ?
➥ ব্রহ্মজিৎ গৌড়।
30. কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন ?
➥ প্রোটিন জাতীয়।
⧭ ভারতের মন্দির, স্থাপত্য ও ভাস্কর্যের তালিকা pdf
31. কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয় ?
➥ 26 শে জানুয়ারি 1950.
32. কোন একদিন বায়ুর উষ্ণতা এবং চাপ বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ -
➥ বৃদ্ধি পায়।
33. একটি আলোকরশ্মি দুটি মাধ্যমে বিভেদ তলে ঘন মাধ্যমে সংকট কোণের আপতিত হয়। তাহলে প্রতিসৃত কোণের মান কত ?
➥ 90 ডিগ্রী।
34. মেঘদূত রচয়িতা কে ছিলেন ?
➥ কালিদাস ।
35. কোন বিল অর্থবিল কিনা তাকে ঠিক করেন ?
➥ লোকসভার অধ্যক্ষ।
36. কার উপর ক্লোরিন চালনা করে ব্লিচিং পাউডার তৈরি করা হয় ?
➥ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।
37. জলের টানের জন্য যে হরমোন উদ্ভিদের স্টোমাটার বন্ধের জন্য দায়ী তা হলো -
➥ অ্যাবসেসিক অ্যাসিড।
38. কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় ?
➥ নাইট্রাস অক্সাইড।
39. দুধ থেকে দই প্রস্তুত করলে কোন এসিড তৈরি হয় ?
➥ ল্যাকটিক অ্যাসিড।
40. ব্লিচিং পাউডার কি ?
➥ ক্যালসিয়াম হাইপোক্লোরাইট।
⧭ ভারতের উল্লেখযোগ্য গিরিপথ সমূহের তালিকা pdf.
41. রবীন্দ্রনাথের লেখা রক্তকরবী একটি -
➥ নাটক।
42. বৌদ্ধদের পবিত্র গ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত ?
➥ পালি ভাষায় রচিত।
43. কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় -
➥ কলহল রচিত রাজতরঙ্গিনী ।
44. নাদির শাহ 1739 সালে কার রাজত্বকালে ভারত আক্রমণ করেন ?
➥ মোহাম্মদ শাহের রাজত্বকালে।
45. ইন্দ্রা আবাস যোজনা প্রকল্প টি কোন সালে চালু হয় ?
➥ 1985 সালে।
46. মিড ডে মিল স্কিম টি কবে চালু করা হয় ?
➥ 1995 সালে 15 ই আগস্ট।
47. সংকটকালীন হরমোন নামে পরিচিত -
➥ অ্যাড্রিনালিন হরমোন।
48. মানবদেহের সবচাইতে বড় স্নায়ুটির নাম কি ?
➥ সায়াটিক নার্ভ।
49. ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রটির নাম কি ?
➥ রাজা হরিশচন্দ্র।
50. সাদা হাতির দেশ নামে পরিচিত -
➥ থাইল্যান্ড।
➤➤ 50 টি GK প্রশ্ন ও উত্তর PDF Download করুন।
Click Here ➽ Download.
➤➤ আরও GK প্রশ্ন ও উত্তর পড়ুন।
Tags: GK in bengali