History question and answer general knowledge PDF in Bengali - ইতিহাসের প্রশ্ন ও উত্তর।
ডিয়ার স্টুডেন্ট,
আজকে আমরা শেয়ার করছি তোমাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন ও উত্তর। যা বিভিন্ন প্রতিযোগিতামূলক (for SSC, PSC, WBCS, RRB group d, NTPC, WB police, WB clerk exam and any other competitive examination) পরীক্ষায় তোমাদের প্রস্তুতি নিতে সাহায্য করবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিহাস GK PDF টি সবার নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। অফলাইনে পড়ার জন্য History MCQ PDF in Bengali টি ডাউনলোড করে নাও।
Indian History Quiz gk in Bengali Language Set - 3
1. ঋকবেদের ঈশ্বর বরুণ হলেন -ক) শান্তির দূত।
খ) শত্রুর বিনাশক।
গ) মহাজাগতিক শৃংখলার রক্ষক।
ঘ) সমৃদ্ধির অধীশ্বর।
উত্তর: গ
2. পতঞ্জলি কি জন্য বিখ্যাত ছিলেন ?
ক) যোগসুত্র।
খ) পঞ্চতন্ত্র।
গ) ব্রহ্মপুত্র।
ঘ) আয়ুর্বেদ।
উত্তর: কি
3. ছাত্রপতি শিবাজী কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন ?
ক) বরামতী।
খ) সুরাট।
গ) জুনার।
ঘ) পুরন্দর।
উত্তর: গ
4. তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
ক) মারাঠা ও শিখ।
খ) মারাঠা ও আফগান।
গ) শিখ ও মুঘল।
ঘ) শিখ ও আফগান।
উত্তর: খ
5. শিবাজীর আধ্যাত্বিক গুরুর নাম কি ছিল ?
ক) রামদাস।
খ) জিজাবাঈ।
গ) দাদাজি কোণ্ডদেব।
ঘ) শাহাজী ভোঁসলে।
উত্তর: ক
ভারতবর্ষের উল্লেখযোগ্য গিরিপথ সমূহের তালিকাটির PDF gk in Bengali।
6. ফারুকশিয়ার কে পদচ্যুত করতে সাহায্য করেন কে ?
ক) প্রথম বাজিরাও।
খ) বালাজি বাজিরাও।
গ) বালাজি বিশ্বনাথ।
ঘ) নারায়ণ রাও।
উত্তর: গ
7. মারাঠা সাম্রাজ্য 'অষ্টপ্রধান' বলতে বোঝানো হতো -
ক) আটজন গৃহমন্ত্রীকে।
খ) আটজন সেনাপতিকে।
গ) আটজন মন্ত্রীকে।
ঘ) কোনোটিই নয়।
উত্তর: গ
7. দুরানি কোন ব্যক্তির উপাধি ছিল ?
ক) মহম্মদ শাহ।
খ) নাদির শাহ।
গ) তৈমুর লঙ।
ঘ) আহমেদ শাহ আবদালি।
উত্তর: ঘ
8. আজাদ হিন্দ ফৌজ মনিপুরের কোন শহরে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিল ?
ক) ইম্ফল।
খ) মায়রাং।
গ) নকরেম।
ঘ) উকরুল ।
উত্তর: খ
9. বৌদ্ধ ধর্মশাস্ত্র গুলি কোন ভাষায় রচিত হয়েছিল ?
ক) পালি ও প্রাকৃত।
খ) হিন্দি।
গ) সংস্কৃত।
ঘ) বাংলা।
উত্তর: ক
10. পৃথিবী গোলাকার এই কথাটি প্রথম কে বলেন ?
ক) ব্রহ্মগুপ্ত।
খ) বরাহমিহির।
গ) ভারবি।
ঘ) আর্য ভট্ট।
উত্তর: ঘ
11.কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন ?
ক) লর্ড ডালহৌসি।
খ) লর্ড বেন্টিং।
গ) লর্ড রিপন।
ঘ) লর্ড কার্জন।
উত্তর: ক
12. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন ?
ক) লর্ড মাউন্টব্যাটেন।
খ) লর্ড ওয়াভেল।
গ) লর্ড লিনলিথগো।
ঘ) এটলি।
উত্তর: ক
13. সংবাদপত্রের মুক্তিদাতা রূপে নিম্নলিখিত কে পরিচিত ছিলেন ?
ক) লর্ড হেস্টিংস।
খ) লর্ড বেন্টিঙ্ক।
গ) লর্ড মেটকাফ।
ঘ) লর্ড মেকলে।
উত্তর: গ
14.গান্ধীজী কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেছিলেন ?
ক) 1914 খ্রিস্টাব্দে।
খ) 1915 খ্রিস্টাব্দে।
গ) 1910 খ্রিস্টাব্দে।
ঘ) 1913 খ্রিস্টাব্দে।
উত্তর: খ
15.দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল ?
ক) কলকাতা।
খ) বোম্বাই।
গ) পাটনা।
ঘ) লখনও।
উত্তর: ক
রক্ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
16. কবে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়েছিল ?
ক) 1912 খ্রিস্টাব্দে।
খ) 1914 খ্রিস্টাব্দে।
গ) 1911 খ্রিস্টাব্দে।
ঘ) 1915 খ্রিস্টাব্দে।
উত্তর: গ
17. স্বরাজ্য দল কবে স্থাপিত হয় ?
ক) 1925
খ) 1923
গ) 1928
ঘ) 1922
উত্তর: খ
18. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কোথায় ঘটেছিল ?
ক) এলাহাবাদ।
খ) সুরাট।
গ) অমৃতসর।
ঘ) লখনও।
উত্তর: গ
19. 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' ভারতের কোন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ?
ক) অসহযোগ আন্দোলন।
খ) ভারত ছাড়ো আন্দোলন।
গ) খিলাফত আন্দোলন।
ঘ) ডান্ডি মার্চ।
উত্তর: খ
20. 1943 সালটি বিখ্যাত হওয়ার কারণ কি ?
ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল।
খ) আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল।
গ) গান্ধীজীর নেতৃত্বে ডান্ডি অভিযান সংঘটিত হয়েছিল।
ঘ) এদের কোনোটিই নয়।
উত্তর: খ
Download PDF Link
History MCQ PDF in Bengali.
আরো ইতিহাস প্রশ্ন উত্তর।