নোবেল পুরস্কার ২০২০ তালিকা | Nobel Prize 2020 Winner List in Bengali.

নোবেল পুরস্কার ২০২০ তালিকা | Nobel Prize 2020 Winner List in Bengali. 


সুইডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেল ১৮৯৫ খ্রিস্টাব্দে একটি উইল করে যান , সেই মর্মানুসারে ১৯০১ খ্রিসব্দ থেকে নোবেল পুরস্কার প্রথম দেওয়া শুরু হয়েছিল। বর্তমানে মোট ছয়টি বিভাগে রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে।  ১৯৬৯ খ্রিস্টাব্দে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। সুইডীয় বিজ্ঞানী আলফ্রেডের উইলে অর্থনীতিতে নোবেল পুরস্কারের কথা উল্লেখ নেই। নোবেল পুরস্কার প্রাপকদের প্রতিবছর একটি স্বর্ণপদক ও কিছু পরিমান অর্থ দেওয়া হয়ে থাকে। 

🔀 পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২০ -

🔀 নাম ⇒ রজার পেনরোজ (ব্রিটেন), রেনহার্ড গেঞ্জেল (জার্মান), আন্দ্রেয়া ঘেজ (মার্কিন বিজ্ঞানী)। 

🔀 কৃতিত্ব ⇒ মহাকাশে ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্য। 

🔀 রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২০ -

🔀 নাম ⇒ জেনিফার এ দোদনা (আমেরিকা যুক্ত রাষ্ট্র), এমানুয়েলে কার্পেন্তিয়ের (ফ্রান্স)। 

🔀 কৃতিত্ব ⇒ জিন সম্পাদনার জন্য সবচেয়ে কার্যকরী প্রযুক্তি তৈরী করেছেন ; তার নাম ক্রিসপার বা ক্যাস নাইন জেনেটিক চুরি। প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের ডিএনএ সহজে পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করতে পারবেন। 

🔀 চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২০ -

🔀 নাম ⇒ মাইকেল হাউটন (ব্রিটিশ), চার্লস এম রাইস (মার্কিন যুক্তরাষ্ট্র), হারভেজে অল্টার (মার্কিন যুক্তরাষ্ট্র)।

🔀 কৃতিত্ব ⇒ হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার। 

🔀 সাহিত্যে নোবেল পুরস্কার 

🔀 নাম ⇒ লুইস গ্ল্যাক (আমেরিকা)।

🔀 কৃতিত্ব ⇒ তাঁর অসামান্য কাব্যভাষা ও দার্শনিক সৌন্দর্যবোধ ব্যক্তি সত্তার জন্য।  প্রসঙ্গত তিনি নোবেল পুরস্কারের ইতিহাসে এই মার্কিন কবি ১৬তম মহিলা বিজেতা। 

🔀 শান্তিতে নোবেল পুরস্কার ২০২০ -

🔀 নাম ⇒ বিশ্ব খাদ্য সংস্থা (World Food Programme)।

🔀 কৃতিত্ব ⇒ সারা বিশ্ব জুড়ে ক্ষুধা জ্বালা মেটাতে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনার অক্লান্ত চেষ্টা এবং এই ক্ষুধা জ্বালা হিংসা ও যুদ্ধ ছড়ানো হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেওয়ার সমস্ত রকমের চেষ্টার জন্য। 

🔀 অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২০ -

🔀 নাম ⇒ রবার্ট বি উইলসন (আমেরিকা যুক্তরাষ্ট্র) ও পল আর মিলগ্রোম (আমেরিকা যুক্তরাষ্ট্র)। 

🔀 কৃতিত্ব ⇒ নতুন নিলাম তত্ব ও উন্নত পদ্ধতি আবিষ্কার। 

Post a Comment

Previous Post Next Post