101 Indian History Short Question and answer pdf in Bengali । ১০১ ইতিহাস প্রশ্ন ও উত্তর - mymathslz

101 Indian History Short Question and answer pdf in Bengali । ১০১ ইতিহাস প্রশ্ন ও উত্তর pdf - mymathslz .

১. যুক্তরাজ্যে প্রথম শহীদ ⇝ মদনলাল ধিংড়া। 
২. কাকা সাহেব নামে পরিচিত  ⇝ জি ভি যোশী। 
৩. ''বাংলার ঘরে যত ভাইবোন এক হউক, হে ভগবান'' - কে লিখেছেন ? ⇝ রবীন্দ্র নাথ ঠাকুর। 
৪. ভারতীয় বিপ্ল্ববীবাদের জননী রূপে খ্যাত ⇝ মাদাম কামা। 
৫. মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম ⇝ মজদুর মহাজন। 
৬. সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন ⇝ ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড। 
৭. 'যুক্ত সার্বভৌম বাংলার' একজন প্রবক্তা ⇝ এইচ এস সুরাওয়ার্দী। 
৮. শিখদের একটি ধর্মীয় পুস্তক ⇝ আদিগ্রন্থ। 
৯. রেগুলেটিং আইন পাশ করে ⇝ ব্রিটিশ পার্লামেন্ট। 
১০. ভারতের সর্ব প্রথম উপ প্রধানমন্ত্রীর নাম ⇝ সর্দার বল্লভভাই প্যাটেল। 
১১. ''শের-ই-পাঞ্জাব'' বলা হয় ⇝  লাজপৎ রাই কে। 
১২. বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয় ⇝ ১৯৪৬ খ্রিস্টাব্দে। 
১৩. ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল প্রথম ভারতীয় ⇝ দাদাভাই নওরোজী। 
১৪. অস্ত্র আইন পাশ করেছিলেন ⇝ লর্ড লিটন। 
১৫. ''আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন'' বলেছেন ⇝ লর্ড রিপন। 
১৬. প্রথম মারাঠা যুদ্ধ হয় ⇝ ওয়ারেন হেস্টিংস এর আমলে। 
১৭. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় ⇝ লর্ড মাউন্টব্যাটেন। 
১৮. 'সংবাদের মুক্তিদাতা' নামে পরিচিত ⇝ মেটকাফ। 
১৯. ভারতের মাটিতে ইংরেজরা প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করেন ⇝ সুরাটে। 
২০. মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেন ⇝ অক্টবর , ১৯৪৬। 
২১. গদর পার্টি মারতে চেয়েছিল ⇝ হার্ডিঞ্জ কে। 
২২. ভারতে পর্তুগীজ শক্তির কেন্দ্র ছিল ⇝ গোয়া। 
২৩. ভারতের প্রত্নতত্বের জনক বলা হয় ⇝ আলেকজান্ডার কানিংহাম। 
২৪. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ⇝ মহম্মদ আলী জিন্না। 
২৫. কেশরী'র সম্পাদক ছিলেন ⇝ বাল গঙ্গাধর তিলক। 
২৬. প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ⇝ ফ্রি প্রেস অব ইন্ডিয়া। 
২৭. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা ছিলেন ⇝ দেবেন্দ্রনাথ ঠাকুর। 
২৮. ''স্বরাজ দলের'' প্রথম সম্পাদক ছিলেন ⇝ সি আর দাস। 
২৯. নীল বিদ্রোহ নিয়ে যে পত্রিকা নিয়মিত লেখালেখি করত ⇝ হিন্দু পেট্রিয়ট। 
৩০. গদর পার্টি গঠিত হয়েছিল ⇝ সানফ্রান্সিস্কো। 
৩১. সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ⇝ ১৮৫৫ খ্রিস্টাব্দে। 
৩২. ভিল বিদ্রোহ হয়েছিল ⇝ খান্দেস। 
৩৩. ''অনুশীলন সমিতি'' প্রতিষ্ঠা করেন ⇝সতীশচন্দ্র বসু। 
৩৪. ''বন্দেমাতরম'' রচনা করেন ⇝ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।  
৩৫. হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন ⇝ নবগোপাল মিত্র। 
৩৬. মাসিক প্রতীক ''দিকদর্শন'' প্রকাশ করেন ⇝ মার্শম্যান। 
৩৭. ''মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে না রে ভাই'' যে কবি গাইতেন ⇝ রজনীকান্ত  সেন। 
৩৮. ১৮৫৭ সালের মহাবিদ্রোহে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়েছিল ⇝ দ্বিতীয় বাহাদুর শাহকে। ৩৯. তরাইনের যুদ্ধ হয়েছিল ⇝ পৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘোরী। 
৪০. চেঙ্গিস খাঁ ভারত আক্রমন করে ⇝ ১২২১ খ্রিস্টাব্দে। 
৪১. কিতাব-উল-হিন্দ রচনা করেন ⇝ আলবিরুনি। 
৪২. বাংলায় আদিনা মসজিদ নির্মাণ করেন ⇝ সিকান্দার শাহ। 
৪৩. নাদির শাহের ভারত আক্রমনের সময় ভারতে মুঘল সম্রাট ছিলেন ⇝ মহম্মদ শাহ। 
৪৪. হুমায়ুননামা রচনা করেন ⇝ গুলবদন বেগম। 
৪৫. বিজয় নগর সাম্রাজ্যের ধংসাবশেষ দেখা যায় ⇝ হাম্পিতে। 
৪৬. জাহাঙ্গীরের সৌধ অবস্থিত ⇝ লাহোর। 
৪৭. দিল্লিতে জামা মসজিদ তৈরী করেন ⇝ শাহজাহান। 
৪৮. আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ⇝ রাজা রামমোহন রায়। 
৪৯. রাজতরঙ্গিনী লেখেন ⇝ কলহন। 
৫০. দিল্লির প্রাচীন নাম ⇝ ইন্দ্রপ্রস্থ। 
৫১. বেদসমাজ প্রতিষ্ঠা করেন ⇝ শ্রী ধরালু নাইডু। 
৫২. জগদীশ্চন্দ্র বসু ১৯১৭ সালে প্রতিষ্ঠা করেন ⇝ বসু বিজ্ঞান মন্দির। 
৫৩. পলাশীর যুদ্ধ লেখেন ⇝ নবীন চন্দ্র সেন। 
৫৪. গুলামগিরি বিটি রচনা করেন ⇝ জ্যোতিবা ফুলে।  
৫৫. ১৭৭৫ সালে ফাঁসি হয়েছিল ⇝ মহারাজ নন্দকুমারের। 
৫৬. নীলবিদ্রোহের লড়াইয়ের জমিদার রামরতন মল্লিককে বলা হত ⇝ বাংলার নানা সাহেব। 
৫৭. ''নৃপতি তিলক'' বলা হয় ⇝ আলাউদ্দিন হোসেন শাহকে। 
৫৮. রাজদ্রোহীর অভিযোগে গান্ধীজির ছয়বছর কারাদন্ড হয় ⇝ ১৯২২ সালে। 
৫৯. বালাজি বাজিরাও মারাঠা রাজ্যের পেশোয়া ছিলেন ⇝ তৃতীয় পানিপথের যুদ্ধের সময়। 
৬০. টিপুসুলতানের মৃত্যু হয় ⇝ শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে। 
৬১. যতীন দাস ৬৪ দিনের অনশন করে মারা যান ⇝ ১৯২৯ সালে। 
৬২. চৌরিচৌরার হিংসাত্মক ঘটনা ঘটে ⇝ ১৯২২ সালে, ১২ ফেব্রুয়ারি। 
৬৩. মহম্মদ আলী জিন্নাহ মুসলিম লিগে যোগ দেন ⇝ ১৯১৩ সালে। 
৬৪. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী স্থাপন করেন ⇝ ১৯২১ সালে। 
৬৫. রাওলাট আইন আসে ⇝ ১৯১৯ সালে। 
৬৬. National Medical College স্থাপিত হয় ⇝ বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। 
৬৭. ওয়াহাবী আন্দোলন দমন করেন ⇝ লর্ড এলগিন। 
৬৮. সিপাহী বিদ্রোহ ঘটেছিলো ⇝ লর্ড ক্যানিং এর আমলে। 
৬৯. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ⇝ উমেশচন্দ্র ব্যানার্জি। 
৭০. ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ⇝ রাজেন্দ্র প্রসাদ। 
৭১. ভারত ছাড়ো আন্দোলনের রানী বা জননী বলা হয় ⇝ অরুণা আসফ আলী। 
৭২. মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব রাখেন ⇝ ১৯৪০ সালের ২০ মার্চ। 
৭৩. কর্ণফুলীর যুদ্ধ হয় ⇝ ১৯৩০ সালে ৬ মে। 
৭৪. গান্ধীজি ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন ⇝ চাম্পারনে। 
৭৫. অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন ⇝ সতীশচন্দ্র বসু। 
৭৬. ইলবার্ট বিল ১৮৮৩ সালে পাস্ হয় ⇝ লর্ড রিপনের আমলে। 
৭৭. ভারতের জাতীয় কংগ্রেসের প্ৰতিষ্ঠিত হয় ⇝ বড়লাট লর্ড ডাফরিনের সময়। 
৭৮. ১৯২৪ সালে ভারতের জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতি হন ⇝ গান্ধীজি। 
৭৯. বঙ্গভঙ্গ রদ করা হয় ⇝ ১৯১১ সালে, ১২ ডিসেম্বর।  
৮০. জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ⇝ মৌলানা আবুল কালাম আজাদ। 
৮১. বিধবা বিবাহ আইন পাস্ হয় ১৮৫৬ সালে ⇝ লর্ড ক্যানিং এর সময়। 
৮২. অধীনতা মূলক মিত্রতা নীতি চালু হয় ⇝ ১৭৯৮ সালে। 
৮৩. ১৭৭০ সালে ছিয়াত্তরের মন্বন্তর হয় ⇝ কার্টিয়ার আমলে। 
৮৪. দশম শিখ গুরুর নাম ⇝ গুরু গোবিন্দ সিংহ। 
৮৫. বৈশাখী উৎসবের প্রবর্তক হলেন ⇝ গুরু গোবিন্দ সিংহ। 
৮৬. বক্সারের যুদ্ধ হয়েছিল ⇝ ১৭৬৪ সালে ২২ অক্টবর। 
৮৭. ডেনমার্কের অধিবাসীরা ভারতে পরিচিত ⇝ দিনেমার নামে। 
৮৯. ''ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি'' গঠিত হয় ⇝ ১৬৬৪ সালে। 
৯০. ১৮০০ সালে স্থাপিত হয় ⇝ ফোর্ট উইলিয়াম কলেজ। 
৯১. সেন বংশের প্রতিষ্ঠাতা ⇝ সামন্ত সেন। 
৯২. শশাঙ্কের রাজধানী ছিল ⇝ কর্ণসুবর্ণ। 
৯৩. চতুর্থ বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেন ⇝ বসুমিত্র ও অশ্বঘোষ। 
৯৪. দ্বিতীয় চন্দ্র গুপ্ত ছিল ⇝ বিষ্ণুর উপাসক। 
৯৫. গুপ্ত বংশের শেষ রাজা ⇝ জীবিত গুপ্ত। 
৯৬. হরপ্পার আবিষ্কর্তা ⇝ দয়ারাম সাহানী। 
৯৭. দীপবংশ হল ⇝ বৌদ্ধ্ব ধর্মগ্রন্থ। 
৯৮. ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন ⇝ আফ্রিকার মরোক্কো। 
৯৯. মৃচ্ছকটিক এর রচয়িতা ⇝ শুদ্রক। 
১০০. কে হিয়েন চৈনিক দূত এসেছিল ⇝ সম্রাট দ্বিতীয় চদ্রগুপ্তের রাজত্বকালে। 
১০১. আইহোল প্রশস্তি রচনা করেন ⇝ রবিকীর্তি।

PDF File Name: 101 Indian History Short Question and answer pdf in Bengali
Download Link - Click Here.

Post a Comment

Previous Post Next Post