Bengali GK Capsule Part - 3 | বাংলা জি কে পর্ব - ৩।
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করছি ১০ টি Bengali GK যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত নিতে সাহায্য করবে। আরও Bengali GK পড়তে চাইলে, Bengali GK পেজটি দেখতে পারো।
আজকে আমরা শেয়ার করছি ১০ টি Bengali GK যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত নিতে সাহায্য করবে। আরও Bengali GK পড়তে চাইলে, Bengali GK পেজটি দেখতে পারো।
∎ বজ্রপাতের দেশ নাম পরিচিত হল ⇒
উত্তরঃ ভুটান।
∎ বিশ্বের বৃহত্তম মাংসাশী প্রাণীর নাম হল ⇒
উত্তরঃ অস্ট্রেলিয়ান ভালুক।
∎ চোখ বাঁধা মহিলার হাতে তুলাদন্ড তাৎপর্য বহন করে ⇒
উত্তরঃ ন্যায় বিচারের প্রতীক।
∎ পাকিস্তানের জাতীয় প্রতীক হল ⇒
উত্তরঃ ক্রিসেন্ট।
∎ নিউজিল্যান্ডের জাতীয় পশু হল ⇒
উত্তরঃ কিউয়ি।
∎ উৎপল দত্ত কোন জগতের সুবিখ্যাত ⇒
উত্তরঃ নাটক।
∎ পন্ডিত ''রবিশঙ্কর'' জড়িত ছিলেন ⇒
উত্তরঃ সেতার বাদক।
∎ প্রথম হকি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ⇒
উত্তরঃ ১৯৭১ সালে, বার্সেলোনায়।
∎ মহাভারত রচনা করেন ⇒
উত্তরঃ বেদব্যাস।
∎ চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন ⇒
উত্তরঃ ইতালির।
Tags: Bengali gk