39 Indian women who were the 'firsts' in their field (Bengali GK) in Bengali - বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা

 39 Indian women who were the 'firsts' in their field Bengali GK - বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা


হ্যালো বন্ধুরা,
           আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব 39 Indian women who were the 'firsts' in their field (Bengali GK) in Bengali - বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলাদের তালিকা।

1. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম - প্রতিভা দেবীসিংহ পাটিল।

2. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম - ইন্দিরা গান্ধী।

3. ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম - কল্পনা চাওলা।

4. ভারতের প্রথম মহিলা সবাক সিনেমা অভিনেত্রী নাম হল - জুবেইদা।

5. ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম হল - সরোজিনী নাইডু।

6. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হল - সুচেতা কৃপালিনী।

7. ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতির নাম হল - লেয়লা শেঠ।

8. ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতির নাম হল - আন্না চান্ডি।

9. ভারতের প্রথম মহিলা রেল মন্ত্রীর নাম হল - মমতা ব্যানার্জি।

10. ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ীর নাম হল - মাদার টেরেজা।

11. ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতির নাম হল - এম ফতিমা বিবি।

12. ভারতের প্রথম মহিলা বিমান চালক এর নাম হল - দূর্বা ব্যানার্জি।

13. ভারতের প্রথম মহিলা আইনজীবীর নাম হল - রোজিনা গুহ।

14. ভারতের প্রথম মহিলা স্নাতক পাস হল - কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখি বসু।

15. ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম হল - সুরেখা যাদব।

16. ভারতের প্রথম মহিলা যিনি এশিয়ান গেমসে সোনা জয়ী করেন - কমলজিৎ সাঁধু।

17. ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ীর নাম হল - আশাপূর্ণা দেবী।

18. ভারতের প্রথম মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ীর নাম হল - দেবিকা রানি।

19. ভারতের প্রথম মহিলা অশোক চক্র পুরস্কার বিজয়ীর নাম হল - নীরজা ভানোট।

20. ভারতের প্রথম মহিলা পদ্মশ্রী পুরস্কার বিজয়ীর নাম হল - নার্গিস দত্ত।

21. ভারতের প্রথম মহিলা বিদেশ মন্ত্রীর নাম হল - সুষমা স্বরাজ।

22. ভারতের প্রথম মহিলা রাজ্যসভার সদস্যের নাম হল - নার্গিস দত্ত।

23. ভারতের প্রথম মহিলা নেভি অফিসার হলেন - সোনালী ব্যানার্জি।

24. ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হলেন - কিরণ বেদী।

25. ভারতের প্রথম মহিলা ইংরেজি কবি হলেন - তরু দত্ত।

26. ভারতের প্রথম মহিলা চিত্রকর হলেন - সুনয়নী দেবী।

27. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন - সরোজিনী নাইডু।

28. ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী হলেন - অমৃতা কৌর।

29. ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার হলেন - মীরা কুমার।

30. ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ীর নাম হল - বাচেন্দ্রী পাল।

31. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত - বিজয়লক্ষী পন্ডিত।

32. ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার - রমা দেবী।

33. ভারতের প্রথম মহিলা আন্টার্টিকা তে পদার্পণ - মাহেল মুসা।

34. ভারতের প্রথম মহিলা মিস ওয়ার্ল্ড - রিতা ফারিয়া।

35. ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্স - সুস্মিতা সেন।

36. ভারতের প্রথম মহিলা ডক্টরেট - অসীমা চ্যাটার্জি।

37. ভারতের প্রথম মহিলা মুখ্য তথ্য কমিশনার - দীপক সাঁধু।

38. ভারতের প্রথম মহিলা ম্যান বুকার পুরস্কার - অরুন্ধতী রায়।

39. ভারতের প্রথম মহিলা ম্যাগসেসে পুরস্কার বিজয়ী - কমলাদেবী চট্টোপাধ্যায়।

Post a Comment

Previous Post Next Post