ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs pdf GK in Bengali (01/12/2020)

 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs pdf GK in Bengali (01/12/2020)


হ্যালো বন্ধুরা,
          আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs pdf GK in Bengali (01/12/2020), বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর গুলি পিডিএফ আকারে নিচে দেওয়া আছে। লিংকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নাও অফলাইনে পড়ার সুবিধার্থে । সরকারি চাকরির লিখিত পরীক্ষায় প্রশ্নগুলি কমন যোগ্য হবে। এ ধরনের প্রতিদিন পোস্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে Join হয়ে থাকতে পারো।

1. 2020 global terrorism index এ ভারতের সূচক কত ?
উত্তর : 8 (আট) নম্বর।

2. সম্প্রতি ভারতের কোন রাজ্য প্রথম 'Organ Donor Memorial' এর উদ্বোধন করলেন ?
উত্তর : রাজস্থান (জয়পুর)।

3. 'Mission Zero' কোন রাজ্য সরকার উচ্চ বিদ্যালয়ের পাশের হার বৃদ্ধির জন্য উদ্যোগ নিল ?
উত্তর : উড়িষ্যা।

4. সম্প্রতি কোন রাজ্য সরকার 'Best Marin State' এর তকমা পেল ?
উত্তর : উড়িষ্যা।

5. 'Living uard' এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : সৌরভ গাঙ্গুলী।

6. কোন ভারতীয় ক্রিকেটার একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 1000 রান করলেন ?
উত্তর : হার্দিক পান্ডিয়া।

7. 'Lalit Kala academy' এর ভাইস চেয়ারম্যান কে নিযুক্ত হলেন ? 
উত্তর : ডক্টর নন্দলাল ঠাকুর।

8. সম্প্রতি ফিফা রেংকিং এ ভারতের স্থান কত ?
উত্তর : 104 তম।

9. 'জাতীয় অঙ্গদান দিবস' কবে পালন করা হয় ?
উত্তর : 27 শে নভেম্বর।

10. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী 'Honey farmer producer organisation' এর সূচনা করেন ?
উত্তর : কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

11. ''দুয়ারে দুয়ারে সরকার''এই প্রকল্পটি চালু করলো কোন সরকার ?
উত্তর : পশ্চিমবঙ্গ।

12. সম্প্রতি কোন রাজ্য সরকার ''Project based learning'' চালু করল ?
উত্তর : কর্ণাটক।

13. সম্প্রতি ভারত কোন দেশের সাথে পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষন চুক্তি স্বাক্ষর করলো ?
উত্তর : ফিনল্যান্ড।

14. সম্প্রতি কোথায় ভারতীয় সেনা সাইকেল অভিযান চালু করল ?
উত্তর : গুজরাট ও রাজস্থান।

15. সম্প্রতি 33 তম ''প্রগতি মিটিং'' এ কে সভাপতিত্ব করলেন ?
উত্তর : নরেন্দ্র মোদি।

File Details: 
File Name : ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স PDF (01/12/2020)
File Size : 268 KB
Language : Bengali.
File Format : PDF
Page No : 1
Download Link : Click Here.

Post a Comment

Previous Post Next Post