Bengali GK Capsule Part - 6 | বাংলা জি কে প্রশ্ন ও উত্তর ২০২০ পর্ব - ৬
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করছি ১০ টি Bengali GK / GK in Bengali যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত নিতে সাহায্য করবে। আরও Bengali GK / GK Bengali পড়তে চাইলে, Bengali GK পেজটি দেখতে পারো।
∎ নাসিক কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ- গোদাবরী।
∎ ভারতের তিরুপতি মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ- অন্ধপ্রদেশ।
∎ কেরালার প্রধান ভাষা কী ?
উত্তরঃ- মালায়ালম।
∎ ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী (দ্বিতীয় বার) ছিলেন -
উত্তরঃ- ১৯৬৭ - ১৯৬৮ সাল পর্যন্ত।
∎ রোমান সভ্যতা কোন নদীর সাথে জড়িত ?
উত্তরঃ- টাইবার নদী।
∎ স্টকহোম কোন দেশের রাজধানী ?
উত্তরঃ- সুইডেন।
∎ ''City of Lakes'' নামে ভারতের কোন জায়গা পরিচিত ?
উত্তরঃ- শ্রীনগর।
∎ নেকটন হল -
উত্তরঃ- জলে সন্তরনশীল জীব।
∎ সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি কোন রাজ্যসরকারকে বরখাস্ত করতে পারে ?
উত্তরঃ- ৩৫৬ নং ধারায়।
∎ কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি ?
উত্তরঃ- ভারতী।
Tags: Bengali gk