List of the Number of Strings of a few Musical Instruments in Bengali pdf - কয়েকটি বিখ্যাত বাদ্যযন্ত্রের তালিকা ও তাদের তারের সংখ্যা

  List of the Number of Strings of a few Musical Instruments in Bengali pdf - কয়েকটি বিখ্যাত বাদ্যযন্ত্রের তালিকা ও তাদের তারের সংখ্যা। 


হ্যালো বন্ধুরা, 
আজকে আমরা শেয়ার করব Bengali gk বিভাগটি থেকে কয়েকটি বিখ্যাত বাদ্যযন্ত্রের তালিকা ও তাদের তারের সংখ্যা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিখ্যাত বাদ্যযন্ত্র থেকে প্রশ্ন এসে থাকে, তাই প্রতিযোগীরা আজকের  এই বিষয়টি থেকে আশাকরি খুব উপকৃত হবে। 

1. সন্তুর এর তার সংখ্যা হল - 100 (একশ) তার। 
2. একতার এর তার সংখ্যা হল - 1 (এক) তার ।
3. বেহালা এর তার সংখ্যা হল -  4 (চার) তার ।
4. সেতার এর তার সংখ্যা হল - 7 (সাত) তার ।
5. ম্যান্ডোলিন এর তার সংখ্যা হল - 4-5 (চার-পাঁচ) জোড় তার ।
6. তানপুরা এর তার সংখ্যা হল -  4 (চার) তার ।
7. এসরাজ এর তার সংখ্যা হল -  4 (চার) তার ।
8. বীণা এর তার সংখ্যা হল - 4 (চার) তার ।
9. সারেঙ্গী এর তার সংখ্যা হল - 4 (চার) তার ।
10. সরোদ এর তার সংখ্যা হল - 6 (ছয়) তার ।

File Details:

PDF Name - List of the Number of Strings of a few Musical Instruments in Bengali.
PDF Language - Bengali.
PDF Size - 287 KB
PDF Page No - 1. 
Download Link - Click Here.

* কয়েকটি বাংলা জি কে প্রশ্ন ও উত্তর। 
1. সন্তরের সঙ্গে যুক্ত একজন শিল্পীর নাম বল ?
উত্তর – শিবকুমার শর্মা ।
2. রঘুনাথ সেঠ কোন বাদ্য যন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর – বাঁশী ।
3. আমজাদ আলি খান কোন বাদ্য যন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন ?
উত্তর – সরোদ ।
4. একজন বিখ্যাত সেতার সংগীত শিল্পীর নাম উল্লেখ কর ?
উত্তর- পণ্ডিত রবিশঙ্কর । 




Post a Comment

Previous Post Next Post