কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর PDF / Daily current affairs PDF GK in Bengali (16/12/2020)

 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর PDF / Daily current affairs PDF GK in Bengali (16/12/2020)

হ্যালো বন্ধুরা,
          আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর PDF / Daily current affairs PDF GK in Bengali (16/12/2020), বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর গুলি কমন যোগ্য হবে। 

এ ছাড়াও এই ধরনের প্রতিদিন পোস্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে Join হয়ে থাকতে পারো।

* আরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য আমাদের Daily Current Affairs পেজটি দেখতে পারো।

1. সম্প্রতি ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল কে প্রথম সম্পূর্ণ জৈবিক হিসেবে ঘোষণা করল ?
উত্তর : লাক্ষাদ্বীপ। 

2. "Time Magazine" কর্তৃপক্ষ কাকে 'Person of the year 2020' ঘোষণা করেছে ?
উত্তর : জো বাইডেন ও কমলা হ্যারিস।

3. সম্প্রতি কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন ?
উত্তর : সাহাব আল খালিদ।

4. কোন ভারতীয় অভিনেতা "Top 50 Asian celebrity" তালিকার শীর্ষে রয়েছেন ?
 উত্তর : সনু সুদ।

5. সম্প্রতি কে 2020 রামানুজ পুরস্কার পেলেন ?
উত্তর : ক্যারোলিনা আরাউজো। (ব্রাজিল থেকে)

6. সম্প্রতি ভারতের কোথায় "National Centre for Divyan Empowerment" এর উদ্বোধন হলো।
উত্তর : হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)। 

7.  5th India Water Impact Summit (IWIS) 2020 কে উদ্বোধন করলেন ?
উত্তর :  রতন লাল কাটারিয়া।

8. সম্প্রতি কোন রাজ্য FETA India 2020 most friendly state Award জিতলো ?
উত্তর : গোয়া। মুখ্যমন্ত্রী - প্রমোদ সাওয়ান্ত।রাজ্যপাল - ভগৎ সিং কশিয়ারী। রাজধানী - পানাজি।

9. সম্প্রতি কে আন্তর্জাতিক ভারতীয় উৎস এর সূচনা করলেন ?
উত্তর : নরেন্দ্র মোদী। (তামিলনাড়ুর একজন বিখ্যাত মহাকবি - সুভ্রমুনিয়ম ভারতী-র 138 তম জন্ম বার্ষিক উপলক্ষয়ে)।

10. কোন ভারতীয় সংস্থা বিশ্বে প্রথম (NB-IoT) (Narrow band Internet of of things) স্যাটেলাইট লঞ্চ করলো ? 
উত্তর : BSNL বর্তমান MD প্রবীণ কুমার পুরয়ার্ড, সদরদপ্তর - নিয়দিল্লি।    

File Details :
File Name : কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর PDF (16/12/2020). 
File Size : 386 KB
Language : Bengali.
File Format : PDF
Page No : 1
Download Link : Click Here

Post a Comment

Previous Post Next Post