1950 সালের পর ভারতের অঙ্গরাজ্য ও তাদের গঠন pdf - সাধারণ জ্ঞান
১. তেলেঙ্গানা ➥ ২ জুন ২০১৪ খ্রিস্টাব্দ।
২. ঝাড়খণ্ড ➥ ১৫ নভেম্বর ২০০০ খ্রিস্টাব্দ।
৩. উত্তরাখণ্ড ➥ ৯ নভেম্বর ২০০০ খ্রিস্টাব্দ।
৪. গোয়া ➥ ৩০ মে ১৯৮৭ খ্রিস্টাব্দ।
৫. ছত্তিসগড় ➥ ১ নভেম্বর ২০০০ খ্রিস্টাব্দ।
৬. রাজস্থান ➥ ১ নভেম্বর ২০০০ খ্রিস্টাব্দ।
৭. কর্ণাটক ➥ ১ নভেম্বর ১৯৫৬ খ্রিস্টাব্দ।
৮. উড়িষ্যা ➥ ১ নভেম্বর ১৯৫৬ খ্রিস্টাব্দ।
৯. অন্ধ্রপ্রদেশ ➥ ১ অক্টোবর ১৯৫৩ খ্রিস্টাব্দ।
১০. কেরলা ➥ ১ নভেম্বর ১৯৫৬ খ্রিস্টাব্দ।
১১. মিজোরাম ➥ ২০ ফেব্রুয়ারি ১৯৮৭ খ্রিস্টাব্দ।
১২. অরুণাচলপ্রদেশ ➥ ২০ ফেব্রুয়ারি ১৯৮৭ খ্রিস্টাব্দ।
১৩. সিকিম ➥ ১৬ মে ১৯৭৫ খ্রিস্টাব্দ।
১৪. মেঘালয় ➥ ২১ জানুয়ারি ১৯৭২ খ্রিস্টাব্দ।
১৫. ত্রিপুরা ➥ ২১ জানুয়ারি ১৯৭২ খ্রিস্টাব্দ।
১৬. মাদ্রাজ/ তামিলনাড়ু ➥ ১ নভেম্বর ১৯৫৬ খ্রিস্টাব্দ।
১৭. পাঞ্জাব ➥ ১ নভেম্বর ১৯৫৬ খ্রিস্টাব্দ।
১৮. বিহার ➥ ১ নভেম্বর ১৯৫৬ খ্রিস্টাব্দ।
১৯. পশ্চিমবঙ্গ ➥ ১ নভেম্বর ১৯৫৬ খ্রিস্টাব্দ।
২০. উত্তর প্রদেশ ➥ ১ নভেম্বর ১৯৫৬ খ্রিস্টাব্দ।
২১. মনিপুর ➥ ২১ জানুয়ারি ১৯৭২ খ্রিস্টাব্দ।
২২. মহারাষ্ট্র ➥ ১ মে ১৯৬০ খ্রিস্টাব্দ।
২৩. হিমাচল প্রদেশ ➥ ২৫ জানুয়ারি ১৯৭১ খ্রিস্টাব্দ।
২৪. নাগাল্যান্ড ➥ ১ ডিসেম্বর ১৯৬৩ খ্রিস্টাব্দ।
২৫.হরিয়ানা ➥ ১ নভেম্বর ১৯৬৬ খ্রিস্টাব্দ।
২৬. মধ্যপ্রদেশ ➥ ১ নভেম্বর ১৯৫৬ খ্রিস্টাব্দ।
২৭. জম্মু ও কাশ্মীর ➥ ১ নভেম্বর ১৯৫৬ খ্রিস্টাব্দ।
২৮. আসাম ➥ ১ নভেম্বর ১৯৫৬ খ্রিস্টাব্দ।
২৯. নাগাল্যান্ড ➥ ১ ডিসেম্বর ১৯৬৩ খ্রিস্টাব্দ।
PDF Details :
Pdf Name : ১৯৫০ সালের পর ভারতের অঙ্গরাজ্য ও তাদের গঠন pdf
Size : 617 KB
Page No : 2
Language : Bengali
Download Link : Click here.
Tags: Bengali gk