Bengali GK capsule pdf part - 9 // বাংলা জি কে প্রশ্ন ও উত্তর পর্ব - ৯.

Bengali GK capsule pdf part - 9 // বাংলা জি কে প্রশ্ন ও উত্তর পর্ব - ৯.

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2021

 1. Geography শব্দটির প্রবক্তা কে ?
⇨ এরাটোস্থেনিস।

2. কোন ধূমকেতুটি 76 বছর অন্তর অন্তর দেখা যায় ?
⇨ হ্যালির ধূমকেতু।

 3. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কিলোমিটার ?
⇨ 15 কোটি কিলোমিটার।

4. আমরা কোন ছায়াপথে বসবাস করি ?
⇨ আকাশগঙ্গা বা মিল্কওয়ে।

5. সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে ?
⇨ শনি।

6. পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার ?
⇨ 12714 কিলোমিটার।

7. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত কিলোমিটার ?
⇨ 12757 কিলোমিটার।

8. ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার স্বীকৃত আছে - 
⇨ 6 ধরণের।

9. ভারতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর শাস্তি মকুব করতে পারেন কে ?
⇨ ভারতের রাষ্ট্রপতি।

10. ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
⇨ 2000 সালে।

11. ভারতবর্ষের প্রথম মহিলা বিদেশমন্ত্রী কে ছিলেন ?
⇨ সুষমা স্বরাজ।

12. ভারতবর্ষের যে কোন রাজ্যের হাইকোর্টের বিচারপতিকে কে স্থান্তরিত করতে পারেন ?
⇨ ভারতের রাষ্ট্রপতি।

13. কে 'পরিব্যক্তিবাদের' প্রবক্তা ?
⇨ দ্য ভ্রিস।

14. 'পার্থেনোকার্পি' কি ?
⇨ নিষেক ছাড়া ফল তৈরিকে বলা হয়।

15. স্নায়ু হলো মানুষ দেহের দীর্ঘতম -
⇨ কোশ।

16. সাদা ফসফরাসে কোন অনু থাকে ?
⇨ P4

17. ক্যালসিফেরাল কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
⇨ ভিটামিন ডি।

18. কোন প্রাণীর গমন অঙ্গের নাম টিউব ফিট ?
⇨ তারা মাছ।

19. ATM এর পূর্ণ শব্দ হলো - 
⇨ Asynchronous Transfer Mode

20. হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কে ছিলেন ?
⇨ মানসিংহ।

21. ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
⇨ জে বি কৃপালিনী।

22. 'লোকরহস্য' জাতীয়তাবাদী গ্রন্থটির লেখক কে ?
⇨ বঙ্কিমচন্দ্র।

23. ভারতের 'শূন্য' আবিষ্কার করেন কে ?
⇨ আর্যভট্ট।

24. ভারতের সবচেয়ে বেশি নদী আছে কোন রাজ্যে ?
⇨ কেরালা।

25. ইতালির জাতীয় প্রতীক হল - 
⇨ নেকড়ে বাঘ।

Bengali GK capsule pdf part - 9 Download - Click Here.

Post a Comment

Previous Post Next Post