ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র PDF // list of research institutes in India PDF in Bengali language for all type competitive exam.
ভারতের বিভিন্ন গবেষণাগার
1. ভারতের ম্যালেরিয়া গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ নিউ দিল্লি।
2.ভারতের জাতীয় যক্ষ্মা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ ব্যাঙ্গালোর।
3.ভারতের বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ চন্ডিগড়।
4. ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ পুসা।
5. ভারতবর্ষের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ কর্ণাটক, উড়িষ্যা।
6. জাতীয় দুগ্ধ গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ কার্ণাল।
7. ভারতের মিলেট গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ হায়দ্রাবাদ।
8. ভারতের মসলা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ কালিকট, কেরালা।
9.ভারতের কেন্দ্রীয় বীজ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ মৌ, উত্তর প্রদেশ।
10.ভারতের সমুদ্র গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ পানাজী গোয়া।
11. ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ দেরাদুন।
12.ভারতের কেন্দ্রীয় ওষুধ গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ দিল্লি।
13.জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ ব্যাঙ্গালোর।
14.ভারতীয় ক্যান্সার গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ মুম্বাই।
15.ভারতের কেন্দ্রীয় মৎস গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ জুনপুট।
16. ভারতের কেন্দ্রীয় পাট গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ ব্যারাকপুর।
17.ভারতের পোল্ট্রি গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ ব্যাঙ্গালোর।
18.ভারতের লাক্ষা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ রাঁচী, ঝাড়খন্ড।
19.কেন্দ্রীয় শুকর গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ গোহাটি, আসাম।
20.ভারতের ড্রাগ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ লখনও, উত্তর প্রদেশ।
21.ভারতের মৌমাছি গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ পুনে, মহারাষ্ট্র।
22.ভারতের আঙ্গুর গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ পুনে, মহারাষ্ট্র।
23.ভারতের তামাক গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ রাজামুন্দ্রি, অন্ধ্রপ্রদেশ।
24.ভারতের ডাল গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ কানপুর।
25.ভারতের কেন্দ্রীয় আখ গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ কোয়েম্বাটুর।
26. জাতীয় চিনি গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ কানপুর।
27.কেন্দ্রীয় আলু গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ শিমলা।
28.কেন্দ্রীয় নারকেল গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ কাসারগড়, কেরল।
29.ভারতের জাতীয় পুষ্টি গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ হায়দ্রাবাদ।
30. ভারতের জাহাজ গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ চেন্নাই, তামিলনাড়ু।
31. উচ্চতা বিষয়ক গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ গুলমার্গ।
32.পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার টি কোথায় অবস্থিত ?
➥ হরিণ ঘাট।
33. ভারতের জাতীয় বিমান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ ব্যাঙ্গালোর।
34.কেন্দ্রীয় সড়ক গবেষণাগার টি কোথায় অবস্থিত ?
➥ নিউ দিল্লি।
35.ভারতীয় পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ দেরাদুন।
36.ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ পুনে ও দিল্লি।
37.ভারতের জাতীয় উদ্ভিদ গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ লখনউ।
38. ভারতের কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ চেন্নাই।
39.ভারতের ছাগল গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ মকদম, উত্তর প্রদেশ।
40.ভারতের কলা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ ত্রিচি, তামিলনাড়ু।
41.ভারতের লিচু গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ মুজফফরপুর, উত্তর প্রদেশ।
42.কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ ধানবাদ।
43. ভারতের চা-কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ কাসারগড়।
44. ভারতের কেন্দ্রীয় খাদ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ মহীশূর।
45. ভারতের বস্ত্র গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ পুনে।
46. ভারতের কৃষি গবেষণাগার টি কোথায় অবস্থিত ?
➥ নিউ দিল্লি।
47. ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ আগ্রা, দেরাদুন, যোধপুর, চন্ডিগড়।
48. ভারতের আলু গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ শিমলা, হিমাচল প্রদেশ।
49. ভারতের বার্লি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
➥ কার্ণাল, হরিয়ানা।
50. কেন্দ্রীয় কার্পাস গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
➥ নাগপুর।
Click Hear to Download PDF.
Tags: Bengali gk