Math in Bengali language pdf Set - 2 for Competitive exam || গণিত প্রশ্ন ও উত্তর 2021

 Math in Bengali language pdf Set - 2 for Competitive exam || গণিত প্রশ্ন ও উত্তর 2021 

Math Question and Answer in Bengali language || চাকরির গণিত সমাধান pdf

1. √2=1.4 হলে  (√6+√3)/(√6-√3)= ?
A) 5.8
B) 6.8
C) 9.5 
D) 6.5

2. একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন কতগুন বাড়বে ?
A) 3 গুন 
B) 4 গুন 
C) 6 গুন 
D) 8 গুন 

3. 20% চিনির দাম বেড়ে যাওয়ায় একটি পরিবার 20% চিনির ব্যবহার কমালে চিনি প্রতি খরচ কত কমবে বা বাড়বে ? 
A) 2% বাড়বে 
B) 4% কমবে 
C) 2% কমবে 
D) 4% বাড়বে 

4. একটি নৌকা স্রোতের অনুকুলে 4 ঘণ্টায় 18 কিমি যায় এবং স্রোতের প্রতিকুলে 12 ঘণ্টা সময় নেয় । তবে নৌকার বেগ কত ?
A) 6 কিমি/ঘণ্টা  
B) 1.5 কিমি/ঘণ্টা  
C) 4.5 কিমি/ঘণ্টা  
D) 3 কিমি/ঘণ্টা  

5. একটি ড্রামের ¾ অংশ কেরসিনে ভর্তি রয়েছে । যখন ওই ড্রাম থেকে 30 লিটার কেরোসিন তেল তুলে নেওয়া হয়, তখন ড্রামটির 7/12 অংশ ভর্তি থাকে । ড্রামটিতে কত লিটার কেরসিন ভর্তি করা যাবে ? 
A) 150 লিটার 
B) 120 লিটার
C) 160 লিটার
D) 180 লিটার 

সমাধানঃ File Details:

File Name : Math in Bengali language pdf Set - 3 for Competitive exam
File Size : 501 KB
File Format : PDF
Page No : 2
Download Link - Click Here.

Post a Comment

Previous Post Next Post