RRB (Railway) Group d Math Practice Set pdf - 1 in bengali //রেলের গ্রুপ-ডি অংক

RRB (Railway) Group d Math Practice Set pdf - 1 in bengali //রেলের গ্রুপ-ডি অংক


আজকে আমরা শেয়ার করব RRB (Railway) Group d Math Practice Set pdf - 1 in bengali. রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রার্থীদের এই অংক (Mathematics) প্রশ্ন উত্তর গুলি প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এ ধরনের অংক পাওয়ার জন্য আমাদের ব্লগটি প্রতিদিন দেখুন‌। অংক গুলির সমাধাান পাওয়ার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করে পিডিএফ কি ডাউনলোড করে নিন।

Math for competitive exam in Bengali pdf

 1. একটি জলপূর্ণ পাত্রের ওজন 9.5 কেজি, অর্ধজলপূর্ণ পাত্রের ওজন 5.5 কেজি হলে, খালি পাত্রের ওজন কত কেজি হবে ?
A) 4 kg
B) 1.5 kg
C) 1.75 kg
D) 3.4 kg

2. a + b = 10 এবং ab = 21 হলে (a + b)2 এর মান কত ?
A) 13
B) 14
C) 16
D) 20

3. কোন সংখ্যাকে যথাক্রমে 5 ও 9 দ্বারা ভাগ করলে 4 3 ভাগশেষ থাকে । ঐ সংখ্যাটিকে 45 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে ?
A) 19
B) 13
C) 16
D) 17

4. 4569 × 4575 এর সাথে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
A) 9
B) 3
C) 11
D) 13

5. কোন সংখ্যার 2/3 অংশের মান 26, সংখ্যাটির 25% এর মান কত ?    
A) 7.45
B) 8.75
C) 9.25
D) 9.75 

6. একটি দ্রব্য বিক্রি করে 25% লাভ হল । যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হতো, তবে শতকরা লাভ কত হত ?
A) 125
B) 120
C) 175
D) 150

7. 8 টি সংখ্যার গড় 6 এবং অপর 6 টি সংখ্যার গড় 8 হলে,মোট 14 টি সংখ্যা গড় কত ? 
A) 41/7
B) 46/7
C) 47/7
D) 52/7

8. কোন শহরের লোকসংখ্যা 15625 জন । প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে ?
A) 17683
B) 19573
C) 19683
D) 16283

9. গণনা করুন, 43296/123/22 = কত ?  [NTPC 2016]
A) 16
B) 61
C) 7474
D) 19 

10. একজন ব্যাক্তি 6 ঘণ্টায় স্রোতের প্রতিকুলে 36 কিমি এবং স্রোতের অনুকুলে 48 কিমি যায়, তবে স্রোতের গতিবেগ কত ?
A) 3 কিমি/ঘণ্টা
B) 1 কিমি/ঘণ্টা
C) 1.5 কিমি/ঘণ্টা
D) 2 কিমি/ঘণ্টা 


File Name : RRB (Railway) Group d Math Practice Set pdf - 1 in bengali. 
File Size : 501 KB
File Format : PDF
Page No : 4
Download Link - Click Here

3 Comments

  1. UnknownJune 12, 2021 at 7:53 PM

    Telegram channel name?

    ReplyDelete
    Replies
    1. Ajit KumarJune 17, 2021 at 10:51 AM

      https://t.me/joinchat/UKfgcc6fkvEH2An1

      Delete
Previous Post Next Post