Bengali GK capsule part - 13 | বাংলা জিকে পর্ব - ১৩
Bengali gk Capsule Part - 13 |
উত্তরঃ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।
➦ ফলের সুগন্ধের কারণ কি ?
উত্তরঃ এস্টার।
➦ 'All white commission'নামে পরিচিত কোন কমিশন ?
উত্তরঃ সাইমন কমিশন
➦ কার রাজত্বকাল এর সময় রাজস্ব আধিকারিককে 'অমিল'বলা হত ?
উত্তরঃ আলাউদ্দিন খলজী।
➦ পুরো কমিশনারের কার্যকাল কত বছর ?
উত্তরঃ 6 বছর।
➦ পশ্চিমবঙ্গের কোথায় বাগড়ি অঞ্চল দেখা যায় ?
উত্তরঃ মুর্শিদাবাদ।
➦ রায়তওয়ারি বন্দোবস্তের জনক হিসেবে কে পরিচিত ?
উত্তরঃ থমাস মুনরো।
➦ ভারতীয় জৈব শৌচাগার (Bio-toilets) কোন সংস্থা তৈরি করছে ?
উত্তরঃ BRDO।
➦ জলে দ্রবণীয় ও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের নাম হল -
উত্তরঃ ভিটামিন C।
➦ কে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেন ?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি ।
Tags: Bengali gk