কয়েকটি তেজস্ক্রিয় পদার্থ ও আবিস্কারক | A few radioactive substances and discoverers

       আজকে আমরা শেয়ার করব কয়েকটি কয়েকটি তেজস্ক্রিয় পদার্থ ও আবিস্কারক। বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণ বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন এসে থাকে।  তাই আরও সাধারণ বিজ্ঞান সম্পর্কে বেশি বেশি তথ্য জানতে আমাদের General Science gk in Bengali পেজটি দেখুন। 


* কয়েকটি তেজস্ক্রিয় পদার্থ ও আবিস্কারকঃ  

1. পোলোনিয়াম (Po) ➢ মেরি কুরি ও পিয়ের কুরি
2. অগ্যানেশন (Og)   ➢ ফ্লেরভ ল্যাবরেটরি 
3. রেডিয়াম (Ra)        ➢ মেরি কুরি ও পিয়ের কুরি
4. টিনেসাইন (Ts)      ➢ ফ্লেরভ ল্যাবরেটরি 
5. নিহোনিয়াম (Nh)   ➢ কসুকে মরিটা ও তার সহকারি
6. থোরিয়াম (Th)       ➢       মাদাম মেরি কুরি
7. মস্কোভিয়াম (Mc)  ➢ ইউরি অগানেসিয়ান
8. ইউরেনিয়াম (U)    ➢  অঁরি বেকারেল 

Post a Comment

Previous Post Next Post