Bengali GK (general knowledge) short question and answer pdf for all type competitive exams set - 2
Bengali GK short question and answer pdf set-2 |
আরও Bengali gk পড়ার জন্য আমাদের GK in Bengali পেজটি দেখুন।
History gk in Bengali pdf question and answer for all type competitive exams.
1. শ্রেনিক কার উপাধি ছিল ?
উত্তর: বিম্বিসার
2. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন ?
উত্তর: বোধ গয়া
3. পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবরের পক্ষে কে যুদ্ধ করেছিলেন ?
উত্তর: বৈরাম খাঁ
4. হলদিঘাটের যুদ্ধে মোঘল সেনাপতি কে ছিল ?
উত্তর: মান সিং
5. সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচয়িতা কে ?
উত্তর: দয়ানন্দ
6. ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?
উত্তর: সমুদ্র গুপ্ত কে
7. ইয়ংবেঙ্গল গোষ্ঠী প্রকাশিত পত্রিকা হল -
উত্তর: পার্থেনন, জ্ঞানান্বেষণ
8. হকিন্স কোন শাসকের দরবারে এসেছিলেন ?
উত্তর: জাহাঙ্গীর
9. আকবর কবে শেষ যুদ্ধ ঘোষণা করেন ?
উত্তর: 1601 খ্রিস্টাব্দে
10. আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি ?
উত্তর: অসিরগড়
Geography gk in Bengali pdf question and answer for all type competitive exams.
1. কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তর: আফ্রিকার দক্ষিনে
2. নীল নদের দৈর্ঘ্য কত কিলোমিটার ?
উত্তর: 6650 কিলোমিটার
3. দিনের সর্বনিম্ন তাপমাত্রা কখন থাকে ?
উত্তর: ঊষা
4. ভারতে কোন রাজ্যে ঘানা পাখিরালয় অবস্থিত ?
উত্তর: রাজস্থান
5. চিকাগো শহরটি কোন হ্রদের তীরে অবস্থিত ?
উত্তর: মিচিগান
6. হলুদ বিপ্লব কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?
উত্তর: তৈল বীজ
7. পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত ?
উত্তর: 43 কিলোমিটার
8. পিঙ্গল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর: চর্ম
9. পৃথিবীর একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত ?
উত্তর: 12 ঘন্টা
10. সিকিম কবে ভারতবর্ষে অংশ হয় ?
উত্তর: 1975
Life Science gk in Bengali pdf question and answer for all type competitive exams.
1. কোষ কে আবিষ্কার করেন ?
উত্তর: রবার্ট হুক
2. সজীব জীব কোষের আবিষ্কারক কে ?
উত্তর: লিউয়েন হুক
3. জীবজগতের ক্ষুদ্রতম কোষের নাম কি ?
উত্তর: মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম
4. পর্দা বেষ্টিত অঙ্গানু হল -
উত্তর: মাইটোকনড্রিয়া, গলগী বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
5. পর্দা বিহীন অঙ্গাণু নাম হল -
উত্তর: রাইবোজোম
6. প্লাস্টিড কত প্রকার ?
উত্তর: তিন প্রকার। ক্লোরোপ্লাস্টের, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড
7. কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয় ?
উত্তর: লাইসোজোমকে
8. রক্ত কণিকা কত প্রকার ও কি কি ?
উত্তর: তিন প্রকার। লোহিত, শ্বেত ও অনুচক্রিকা
9. রক্ত লাল হওয়ার কারণ কি ?
উত্তর: RCB তে হিমোগ্লোবিন থাকে বলে
10. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?
উত্তর: রেটিনাল
Physical Science gk in Bengali pdf question and answer for all type competitive exams.
1. SI পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক কি ?
উত্তর: অ্যাম্পিয়ার
2. তড়িৎ চুম্বকীয় আবেশের উপর নির্ভর কোনটি ?
উত্তর: ডায়নামো
3. পরিবাহীর ভিতরের পৃষ্ঠে আধান হয় -
উত্তর: শূন্য
4. অডিও গ্রাফি হলো -
উত্তর: বস্তুর ত্রিমাত্রিক চিত্র গ্রহণ ও প্রদর্শনের প্রযুক্তি
5. অসদবিম্বের সদবিম্ব গঠন করা যায় -
উত্তর: ক্যামেরায়
6. অপদ্রব্য মেশানো হলে পদার্থের গলনাঙ্কের কি পরিবর্তন হয় ?
উত্তর: কমে যায়
7. বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ পর্যন্ত তাপ পৌঁছানোর পদ্ধতিকে কি বলা হয় ?
উত্তর: বিকিরণ পদ্ধতি
8. জলের আপেক্ষিক তাপ হলো SI পদ্ধতিতে -
উত্তর: 4200 জুল/কেজি
9. তাপমাত্রা নিয়ন্ত্রণ করার কাজ হল -
উত্তর: থার্মোস্ট্যাটের
10. পারদের ঘনত্ব
(কিগ্রা/মি3)
কত ?
উত্তর: 13600
Political Science (Indian Constitution) gk in Bengali pdf question and answer for all type competitive exams.
1. ভারতীয় সংবিধানের সার্বভৌম শব্দটির অর্থ কি ?
উত্তর: বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত
2. ভারতবর্ষের সংবিধান কোন আইন কে ভিত্তি করে গড়ে উঠেছে ?
উত্তর: 1935, ভারত শাসন আইন
3. ভারতের বন্ধু নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: ক্লিমেন্ট অ্যাটলি
4. ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় ?
উত্তর: 1 নং
5. 2000 সালে ভারতের নতুন রূপে কোন রাজ্য আত্মপ্রকাশ করে ?
উত্তর: ঝাড়খন্ড, উত্তরাখণ্ড, ছত্রিশগড়
6. Frocing a person to undergo ploy graphy, brain mapping and narco analysis tests, as violative of - সুপ্রিম কোর্টের নির্দেশটি -
উত্তর: ধারা 20 ও 21(3) অনুযায়ী
7. ভারতীয় পার্লামেন্ট কবে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করে ?
উত্তর: 1976
8. ভারতের নির্দেশাত্মক নীতি কোন দেশের সংবিধান অনুসারে গৃহীত হয়েছে ?
উত্তর: আইরিশ রিপাবলিক
9. কোন ধারা বলে ভারতের রাষ্ট্রপতি লোকসভায় ভেঙ্গে দিতে পারে ?
উত্তর: 85 (2) নং ধারা অনুযায়ী
10. ভারতের রাষ্ট্রপতি পদে কোন ব্যক্তি কতবার পুননির্বাচিত হতে পারেন ?
উত্তর: কোন উর্ধ্বসীমা নেই
Economics gk in Bengali pdf question and answer for all type competitive exams.
1. উদারনীতির অর্থ কি ?
উত্তর: শিল্পী লাইসেন্স প্রথা অপসারণ ও MRTP সংক্রান্ত বিধিনিষেধ তুলে দেওয়া
2. মূলধন কাকে বলে ?
উত্তর: মূলধন হলো উৎপাদনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ
3. ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতের নীতি নির্ধারণ করে -
উত্তর: টাকাকড়ি সংক্রান্ত
4. কালোটাকা বলতে কি বুঝ ?
উত্তর: যে উপার্জিত অর্থের জন্য কর প্রদান করা হয় না
5. সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঋণদাতার -
উত্তর: মুদ্রাস্ফীতির ফলে
Bengali gk pdf 2021 question and answer for all type competitive exams.
1. ফ্লাজেন্ডা কি ?
উত্তর: ব্রাজিলের কফি বাগানের স্থানীয় নাম
2. ইস্কান্দার মির্জা কোন দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ?
উত্তর: পাকিস্তান
3. সবচেয়ে বেশি কথা বলে পৃথিবীতে কোন ভাষায় ?
উত্তর: চাইনিজ
4. ম্যালাবো কোন দেশের রাজধানী ?
উত্তর: ইকুয়েট
5. রাশিয়ার মুদ্রার নাম কি ?
উত্তর: রাবেল
6. টোফু কি ?
উত্তর: সয়াবিনের দুধ
7. কম্পিউটারের কোনো প্রোগ্রাম বন্ধ করার জন্য কি বোর্ডের শর্টকাট ব্যবহার করা হয় -
উত্তর: Alt + F4
8. ভারতের সংগঠিত শ্রমিক শ্রেণীর সঙ্গে জড়িত নয় -
উত্তর: অলংকার প্রস্তুতের শ্রমিকরা
9. কোন ব্যাংকের সঙ্গে জনগণের প্রত্যক্ষ লেনদেন হয় না ?
উত্তর: রিজার্ভ ব্যাঙ্ক
10. ভারতবর্ষের সবচেয়ে বেশি কর সংগ্রহ করা হয় -
উত্তর: পরোক্ষ কর থেকে
11. বি আর আম্বেদকর এর ছদ্মনাম কি ?
উত্তর: চিত্রভানু
12. রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয়টি হল -
উত্তর: মুম্বাই
13. প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পায় -
উত্তর: দো বিঘা জমি
14. জ্বালামুখী মেলা কোন রাজ্যের উৎসব ?
উত্তর: হিমাচল প্রদেশ
PDF download link - Click Here.
Tags: Bengali gk