Bengali GK (general knowledge) short question and answer pdf for all type competitive exams set - 1

Bengali GK (general knowledge) short question and answer pdf for all type competitive exams set - 1 

Bengali GK question and answer part - 1

History gk in Bengali pdf question and answer for all type competitive exams. 

1. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
উত্তর: হরিষেন
2. প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি ?
উত্তর: ইন্ডিকা
3. আর্যরা কোন জাতির বংশধর ?
উত্তর: নার্ডিক
4. অর্থশাস্ত্র কে রচনা করেন ?
উত্তর: কৌটিল্য
5. বুদ্ধচরিত কার রচনা ?
উত্তর: অশ্বঘোষ
6. রামচরিত গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর: সন্ধ্যাকর নন্দী
7. ইতিহাসের জনক কাকে বলা হয় ?
উত্তর: হেরোডোটাস 
8. ভারতীয় সভ্যতা কত প্রাচীন ?
উত্তর: 8500 বছর
9. প্রাচীন বেদ এর নাম কি ?
উত্তর: ঋক
10. কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া নামকরণ হয়েছে ?
উত্তর: সিন্ধু

Geography gk in Bengali pdf question and answer for all type competitive exams. 

1. পূর্ব ভারতের কোন রাজ্যকে মনির দেশ বলা হয় ?
 উত্তর:মনিপুর
2. আর্চ অফ ট্রায়ামক কোথায় অবস্থিত ?
উত্তর: ফ্রান্স
3. চীনের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তর: সাংহাই
4. জলের গভীরতা মাপার একক কি ?
উত্তর: ফ্যাদাম
5. চীনের ঘূর্ণবাত কি নামে পরিচিত ?
উত্তর: টাইফুন
6. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?
উত্তর: কেরল
7. পাললিক শিলার উদাহরণ হল -
উত্তর: কয়লা, ডলোমাইট, কংগ্লোমারেট
8. উগান্ডার রাজধানীর নাম কি ?
উত্তর: কাম্পালা
9.চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় নেয় ?
উত্তর: 1.2 সেকেন্ড
10. পৃথিবীর কেন্দ্রমন্ডলের তাপমাত্রা কত ?
উত্তর: 4000 ডিগ্রী সেলসিয়াস 

Life Science gk in Bengali pdf question and answer for all type competitive exams. 

1. কোনগুলি প্রোটোজোয়া -
উত্তর: হাইড্রা, অ্যামিবা, ইউগ্লিনা
2. হেনলির লুপ কোথায় থাকে ?
উত্তর: রেনাল পেলভিস
3. ইউরিয়া কোথায় তৈরি হয় ?
উত্তর: লিভার
4. বেশি উচ্চতায় শ্বসনের হার -
উত্তর: বেড়ে যায়
5. একটি অপরিহার্য অ্যামাইনো এসিড হল -
উত্তর: লাইসিন
6. মাম্পস রোগের জন্য দায়ী হলো -
উত্তর: ভাইরাস
7.মানব দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হল -
উত্তর: থাইরয়েড 
8. কোন অসুখকে সাইলেন্ট কিলার বলা হয় ?
উত্তর: উচ্চ রক্তচাপ 
9. বি এইচ সি আসলে কি ?
উত্তর: কীটনাশক 
10. কোন ভিটামিন পাইরিডক্সিন নামে পরিচিত ?
উত্তর: B5

Physical Science gk in Bengali pdf question and answer for all type competitive exams. 

1. আপাত কোন 55 ডিগ্রী হলে প্রতিফলিত কোন হবে ?
উত্তর: 55 ডিগ্রী
2.স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয় ?
উত্তর: ভার
3.নিউটনের কোন সূত্র কে জাড্যে্য সূত্র বলা হয় ?
উত্তর: প্রথম
4. জলের বাষ্পীভবনের লীন তাপ কত ?
উত্তর: 537 ক্যালোরি
5. একটি দ্বিতীয় শ্রেণীর লিভার হলো ?
উত্তর: জাঁতি
6. কোনটি মাত্রাহীন রাশি ?
উত্তর: কোন
7. প্রাস গতিতে কনার গতিপথ হয় -
উত্তর: অধিবৃত্তাকার
8. 1 ফার্মিং হলো
উত্তর: 10-15মি 
9.স্কেলার রাশির তিনটি মৌলিক একক নিয়ে গঠিত ?
উত্তর: ক্ষমতা
10. কার্য করার সামর্থ্যকে কী বলা হয় ?
উত্তর: শক্তি

Political Science (Indian Constitution) gk in Bengali pdf question and answer for all type competitive exams. 

1.সংবিধান কে সংশোধন করা যায় কোন ধারা অনুসারে ?
উত্তর: 368 ধারা অনুসারে
2. কোন বছর ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছে ?
উত্তর: 1947
3.কত সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী ও ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয় ?
উত্তর: 1976 সালে
4.ভারতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
উত্তর: 1950 সালে
5.কোন বছর সংবিধান পরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করেন ?
উত্তর: 1949
6. দলত্যাগ রোধ আইন কবে সংশোধন করা হয় ?
উত্তর: 52 তম 
7.1951 সালে 8 ডিসেম্বর কে প্রথম পরিকল্পনা পাস করেন ?
উত্তর: জহরলাল নেহেরু
8. ভারতের লোক গণনা শুরু হয় কোন সাল থেকে ?
উত্তর: 1971
9.কবে মৌলিক কর্তব্যকে সংবিধানের আওতায় আনা হয় ?
উত্তর: 1976
10. কে মলিক অধিকার বাতিল করতে পারে ?
উত্তর: রাষ্ট্রপতি

Economics gk in Bengali pdf question and answer for all type competitive exams. 

1. কার অধ্যক্ষতায় গঠিত হয় আর্থিক কার্যক্রম ?
উত্তর: পন্ডিত জহরলাল নেহেরু
2. পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
উত্তর: 1950 সালে
3. ভারত স্বাধীনতার পর যোজনা আয়োগ গঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর: 1950
4. প্রথম যোজনার স্থায়িত্বকাল হলো -
উত্তর: 1951 - 1956
5.প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন ক্ষেত্রে বেশী গুরুত্ব দেয়া হয়েছিল ?
উত্তর: কৃষি

Bengali gk pdf 2021 question and answer for all type competitive exams. 

1. অস্ট্রেলিয়ার জাতীয় পশুর নাম কি ?
উত্তর: ক্যাঙ্গারু
2. জাতীয় যুব দিবস কোন দিনটি পালন করা হয় ?
উত্তর: 12 জানুয়ারি
3. ইংল্যান্ডের রাষ্ট্রীয় প্রতীক হলো -
উত্তর: গোলাপ
4. কালো পতাকা কিসের চিহ্ন ?
উত্তর: প্রতিবাদ
5. আনন্দ নগরী কোন শহরকে বলা হয় ?
উত্তর: কলকাতা
6. স্টিভ জবস কিসের জনক ?
উত্তর: আইফোন
7. আয়তনের দিক থেকে বৃহত্তম হ্রদটি হলো -
উত্তর: ক্যাস্পিয়ান
8. ভারত ও পাকিস্তানের মধ্যে কোন লাইন রয়েছে ?
উত্তর: রেডক্লিপ লাইন
9. আই সি সি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর: ক্রিকেট
10. ওয়ার্ল্ড কাপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর: দাবা
11. আরাম হারাম হে উক্তিটি কার ?
উত্তর: জহরলাল নেহেরু
12. বন্দে মাতরম গানটি কে রচনা করেন ?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
13. An India pilgrim কার আত্মজীবনী ?
উত্তর: সুভাষচন্দ্র বসু
14. নোকিয়া কোন দেশে উৎপত্তি হয় ?
উত্তর: ফিনল্যান্ড
15. ভারতের সর্বোচ্চ স্টেশনের নাম কি ?
উত্তর: ঘুম 

Download link - flick here. 

Post a Comment

Previous Post Next Post