Bengali gk Capsule part - 11
Bengali gk Capsule part - 11 |
1. ভারতের এক টাকার মুদ্রা ও নোট এবং সায়ক মুদ্রা জারি করে -
উত্তর ঃ কেন্দ্রীয় সরকার।
2. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন আনা হয়েছে কোন সংশোধনী আইন অনুসারে ?
উত্তর ঃ 1976 সালে 42 তম সংশোধনী আইনে।
3. NABARD স্থাপিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ?
উত্তর ঃ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
4. লাইফ ইনস্যুরেন্স কার্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এর সদর দপ্তর কোথায় ?
উত্তর ঃ মুম্বাই।
5. ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী যিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) গভর্নর হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি হলেন -
উত্তর ঃ মনমোহন সিং।
7. ভারতবর্ষের শীতলতম স্থানটির নাম কি ?
উত্তর ঃ দ্রাস।
8. মুকুরথি ন্যাশনাল পার্ক জাতীয় অরণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর ঃ তামিলনাড়ু।
9. চন্দ্রোয়ার যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর ঃ 1194 খ্রিস্টাব্দে।
10. মনিপুরের কোন শহরে আজাদ হিন্দ ফৌজ ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ?
উত্তর ঃ ময়রাং।
* আরও Bengali Gk পড়ুন ।
Tags: Bengali gk