Bengali GK capsule part - 16 | বাংলা জিকে পর্ব - ১৬

Bengali GK capsule part - 16 | বাংলা জিকে পর্ব - ১৬

Bengali gk Capsule
1. চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গের নাম কি ?
উত্তর : ফ্লেম কোশ।

 2. রাংঝাল এর মূল উপাদানে কি থাকে ?
উত্তর : সিসা, টিন।

3. বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ?
উত্তর : 16 ই অক্টোবর।

4. ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয়েছিল ?
উত্তর : মৌর্য যুগে।

5. কোন রঙের আলোয় গাছে সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি হয় ?
উত্তর : লাল।

6. বিশ্বের দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কি ?
উত্তর : আন্দিজ পর্বতমালা।

7. কোন দেশকে বিশ্বের কফির পাত্র বলা হয় ?
উত্তর : ব্রাজিল।

8. রাজ্যসভার সদস্যদের ক্ষেত্রে ন্যূনতম বয়স কত বছর ?
উত্তর : 30 বছর।

9. নাথুলা পাস কোথায় রয়েছে ?
উত্তর : সিকিম হিমালয়।

10. ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতা কে ?
উত্তর : পন্ডিত জহরলাল নেহেরু।

Post a Comment

Previous Post Next Post