Geography question and answer for competitive exams in Bengali set - 2 || ভুগল প্রশ্ন ও উত্তর pdf. mymathslz

Geography question and answer for competitive exams in Bengali set - 2 || ভুগল প্রশ্ন ও উত্তর pdf. mymathslz

       আজকে আমরা শেয়ার করব কয়েকটি Geography Question answer যা বিভিন্ন প্রতিয়গিতামুলক পরীক্ষায় (যেমনঃ rrb ntpc, rrb group d, wbpsc, wbssc, wb police ইত্যাদি) প্রস্তুতি নিতে সাহায্য করবে।  
Geography question and answer
Geography question and answer pdf download link..
আরও ভূগোল প্রশ্ন উত্তরের জন্য আমাদের  ভূগোল পেজটি দেখুন। Click here - Geography gk. 

1. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য টির নাম কি ?
উত্তর : রাজস্থান।

2. ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ?
গুজরাট।

3. ভারতের কোন রাজ্যে আয়তনের দিক থেকে সর্বাধিক বনাঞ্চল আছে ?
উত্তর : মধ্যপ্রদেশ (87%)

4. পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হল কত অংশ ?
উত্তর : 2.4 শতাংশ।

5. কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের ব্যবধান হলো ?
উত্তর : কলকাতা 5 ঘন্টার বেশি এগিয়ে।

6. ভারতীয় সময় (IST) গণনা করা হয় কোন দ্রাঘিমা রেখা অনুযায়ী ?
উত্তর : 82⁰30' E দ্রাঘিমা অনুযায়ী।

7. ভুটানের প্রধান নদীর নাম কি ?
উত্তর : মানস।

8. ভারতের ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে পরিচিত ?
উত্তর : যমুনা নদী।

9. রাম সেতু নামে পরিচিত কোন প্রণালীটি ?
উত্তর : পক প্রণালী।

10. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নিদৃষ্ট করেছে ?
উত্তর : চীন ও ভারত।

11. পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার ?
উত্তর : 2217 কিমি।

12. সার্কের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তর : কাঠমান্ডুতে।

13. মালদ্বীপের রাজধানীর নাম কি ? 
উত্তর : মালে।

14. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর : ধূপগড় (1350 মিটার)।

15. পশ্চিমঘাট পর্বতমালা কি নামে পরিচিত ?
উত্তর : সহ্যাদ্রি পর্বতমালা।

16. প্রাচীন পলি দ্বারা গঠিত সমভূমি কেকি বলা হয় ?
উত্তর : ভাঙ্গর।

17. ধ্রিয়ান কি ?
উত্তর : চলমান বালিয়াড়ি।

18. মরু অঞ্চলের বৃহত্তম লবনাক্ত হ্রদটির নাম কি ?
উত্তর : সম্বর।

19. 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে কোন দুটি দ্বীপ ?
উত্তর : আন্দামান ও নিকোবর।

20. কি দ্বারা গঠিত হয়েছে ছোটনাগপুর মালভূমি ? 
উত্তর : গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা।

21. ভারতের জলসেচের বৃহত্তম উৎস কোনটি ?
উত্তর : কুপ।

22. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল ?
উত্তর : হুগলি নদীতে জল যোগ বৃদ্ধি।

23. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল কোনটি ?
উত্তর : মেদিনীপুর খাল।

24. ইন্দিরা গান্ধী খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : রাজস্থান।

25. নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : মঞ্জিরা নদী।

26. সিন্ধু জল চুক্তি 1960 সালে কোন কোন দেশের সঙ্গে হয়েছিল ?
উত্তর : ভারত ও পাকিস্তান।

27. ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায় ?
উত্তর : ডিগবয়, আসাম।

28. কয়লা খনি দুর্ঘটনার কারণ হলো - 
উত্তর : খনির ভিতরে বন্যা।

29. ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা ক্ষেত্র কোনটি ?
উত্তর : তামিলনাড়ুর নেভেলি।

30. ভারতবর্ষে কোন রাজ্যে স্ত্রী শিক্ষার হার সর্বনিম্ন ?
উত্তর : মনিপুর।

Post a Comment

Previous Post Next Post