Geography question and answer for competitive exams in Bengali set - 2 || ভুগল প্রশ্ন ও উত্তর pdf. mymathslz
আজকে আমরা শেয়ার করব কয়েকটি Geography Question answer যা বিভিন্ন প্রতিয়গিতামুলক পরীক্ষায় (যেমনঃ rrb ntpc, rrb group d, wbpsc, wbssc, wb police ইত্যাদি) প্রস্তুতি নিতে সাহায্য করবে।
![]() |
Geography question and answer |
আরও ভূগোল প্রশ্ন উত্তরের জন্য আমাদের ভূগোল পেজটি দেখুন। Click here - Geography gk.
1. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য টির নাম কি ?
উত্তর : রাজস্থান।
2. ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ?
গুজরাট।
3. ভারতের কোন রাজ্যে আয়তনের দিক থেকে সর্বাধিক বনাঞ্চল আছে ?
উত্তর : মধ্যপ্রদেশ (87%)
4. পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হল কত অংশ ?
উত্তর : 2.4 শতাংশ।
5. কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের ব্যবধান হলো ?
উত্তর : কলকাতা 5 ঘন্টার বেশি এগিয়ে।
6. ভারতীয় সময় (IST) গণনা করা হয় কোন দ্রাঘিমা রেখা অনুযায়ী ?
উত্তর : 82⁰30' E দ্রাঘিমা অনুযায়ী।
7. ভুটানের প্রধান নদীর নাম কি ?
উত্তর : মানস।
8. ভারতের ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে পরিচিত ?
উত্তর : যমুনা নদী।
9. রাম সেতু নামে পরিচিত কোন প্রণালীটি ?
উত্তর : পক প্রণালী।
10. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নিদৃষ্ট করেছে ?
উত্তর : চীন ও ভারত।
11. পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার ?
উত্তর : 2217 কিমি।
12. সার্কের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তর : কাঠমান্ডুতে।
13. মালদ্বীপের রাজধানীর নাম কি ?
উত্তর : মালে।
14. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর : ধূপগড় (1350 মিটার)।
15. পশ্চিমঘাট পর্বতমালা কি নামে পরিচিত ?
উত্তর : সহ্যাদ্রি পর্বতমালা।
16. প্রাচীন পলি দ্বারা গঠিত সমভূমি কেকি বলা হয় ?
উত্তর : ভাঙ্গর।
17. ধ্রিয়ান কি ?
উত্তর : চলমান বালিয়াড়ি।
18. মরু অঞ্চলের বৃহত্তম লবনাক্ত হ্রদটির নাম কি ?
উত্তর : সম্বর।
19. 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে কোন দুটি দ্বীপ ?
উত্তর : আন্দামান ও নিকোবর।
20. কি দ্বারা গঠিত হয়েছে ছোটনাগপুর মালভূমি ?
উত্তর : গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা।
21. ভারতের জলসেচের বৃহত্তম উৎস কোনটি ?
উত্তর : কুপ।
22. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল ?
উত্তর : হুগলি নদীতে জল যোগ বৃদ্ধি।
23. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল কোনটি ?
উত্তর : মেদিনীপুর খাল।
24. ইন্দিরা গান্ধী খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : রাজস্থান।
25. নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : মঞ্জিরা নদী।
26. সিন্ধু জল চুক্তি 1960 সালে কোন কোন দেশের সঙ্গে হয়েছিল ?
উত্তর : ভারত ও পাকিস্তান।
27. ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায় ?
উত্তর : ডিগবয়, আসাম।
28. কয়লা খনি দুর্ঘটনার কারণ হলো -
উত্তর : খনির ভিতরে বন্যা।
29. ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা ক্ষেত্র কোনটি ?
উত্তর : তামিলনাড়ুর নেভেলি।
30. ভারতবর্ষে কোন রাজ্যে স্ত্রী শিক্ষার হার সর্বনিম্ন ?
উত্তর : মনিপুর।
Tags: Geography gk in bengali