রেলের গ্রুপ ডি অঙ্ক (ম্যথ) প্র্যাকটিস সেট - ৩ ।| RRB Group D Math Practice Set - 3 pdf in Bengali
1. একটি রাস্তা ঢালাই করার জন্য পৌরসভা 30 জন লোক কাজে নিজুক্ত করেন এবং কাজটি 30 দিনে শেষ করবে । কিন্তু 20 দিন কাজ করার পরে দেখা গেল যে 1/2 অংশ কাজ শেষ হয়েছে । বাকি কাজ শেষ করতে আর কত জন নিযুক্ত করতে হবে ?
A) 60
B) 20
C) 10
D) 30
Answer : (D)
2. 180 এর 30% = M এর 45% হলে, M = ?
A) 111
B) 120
C) 133
D) 130
Answer : (B)
3. 4192 থেকে কোন ক্ষুদ্রতম ধানাত্মক সংখ্যা বিয়োগ বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ সংখ্যা হবে ?
A) 22
B) 60
C) 33
D) 15
Answer : (C)
4. একটি সাইকেলের বর্তমান দাম 1936 টাকা । যদি প্রতিবছর সাইকেলের দাম 10% করে বৃদ্ধি পায় । তবে 2 বছর আগে সাইকেলের দাম কত টাকা ছিল ?
A) 1600 টাকা ।
B) 1900 টাকা ।
C) 1860 টাকা ।
D) 1480 টাকা ।
Answer : (A)
5. A : B = 4 : 5 ও B : C = 7 : 6 হলে, A : C = ?
A) 14 : 15
B) 10 : 13
C) 15 : 14
D) 18 : 19
Answer : (A)
PDF Details:
PDF Name : - রেলের গ্রুপ ডি অঙ্ক (ম্যথ) প্র্যাকটিস সেট - ৩
PDF Size : - 376 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 2
PDF Download Link : - Click here to download pdf.
Tags: rrb group d math