পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার ম্যাথ প্র্যাকটিস সেট ১৫ || wbp math practice set pdf 15
1. একটি শ্রেণীর ছাত্র সংখ্যা 10% বৃদ্ধি পেয়ে 77 জন ছাত্র হল । পূর্বতন ছাত্র সংখ্যা কত জন ছিল ?
(a) 65 জন ।
(b) 70 জন ।
(c) 62 জন ।
(d) 72 জন ।
সমাধানঃ (b) বিস্তারিত ভাবে pdf টি দেখুন ।
2. একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 16 বর্গমিটার এবং বাগানটির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে চার গুন হলে, বাগানটির পরিসীমা কত হবে ?
(a) 12
(b) 18
(c) 20
(d) 24
সমাধানঃ (c)
3. রবি এক ডজন কেক 120 টাকায় কিনে ও 3 টি কেক 35 টাকায় বিক্রি করে । তবে রবির লভ্যাংশ কত ?
(a) 16.67%
(b) 14.57%
(c) 15%
(d) 16.65%
সমাধানঃ (a)
5. দুটি ট্রেন একে অপরের দিকে যথাক্রমে 73 কিমি/ঘণ্টা ও 47 কিমি/ঘণ্টা বেগে যাত্রা শুরু করে । যখন ট্রেন দুটি মিলিত হয় তখন একটি ট্রেন 13 কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে । তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি ?
(a) 70 কিমি ।
(b) 60 কিমি ।
(c) 62কিমি ।
(d) 65 কিমি ।
সমাধানঃ (b)
PDF Details:
PDF Name : - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার ম্যাথ প্র্যাকটিস সেট ১৫
PDF Size : - 423 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 1
PDF Download Link : - Click here to download pdf.
➥ আমাদের চাকরির পরীক্ষার জন্য গণিত পেজটি দেখুন - ক্লিক করুন।
➥ আরও wb police এর math practice set গুলি দেখুন - ক্লিক করুন।