পাল ও সেন যুগের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম ও লেখকের তালিকা - Indian History

আজকে আমরা শেয়ার করব পাল ও সেন যুগে রচিত কয়েকটি বিখ্যা বইয়ের নাম গুলি । অনেক সময় চাকরির পরীক্ষায় ( Railway Group -D , rrb NTPC, wbcs, psc, ssc, wb police constable, wbp SI, psc Miscellaneous ইত্যাদি) ভারতের ইতিহাস থেকে প্রশ্ন এসে থাকে । যেমন - গীতগোবিন্দ গ্রন্থের রচয়িতা কে ? বা দানসাগর গ্রন্থটির রচয়িতা কে ? 

পাল ও সেন যুগের রচিত ১০ টি উল্লেখযোগ্য গ্রন্থের তালিকা PDF 

নং গ্রন্থের নাম রচয়িতা
১. দানসাগর, অদ্ভুতসাগর, আচার সাগর, প্রতিষ্ঠা সাগর বল্লাল সেন
২. গীতগোবিন্দ জয়দেব
৩. পবনদূত পবনদূত ধোয়ী
৪. গণিত সার সংগ্রহ মহাবীরাচার্য
৫. দশকর্ম পদ্ধতি ভবদেব ভট্ট
৬. রামচরিত সন্ধ্যাকর নন্দী
৭. চিকিৎসা-সার-সংগ্রহ বঙ্গসেন
৮. বল্লাল চরিত আনন্দ ভট্ট
৯. রত্ন মালিকা আমেঘবর্ষ
১০. আর্য সপ্তসতী গোবর্ধন
PDF Details: 
PDF Name : - পাল ও সেন যুগের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম ও লেখকের তালিকা pdf 
PDF Size : - 240 KB
PDF Language : -  Bengali
PDF Page No : - 1
PDF Download Link : - Click here to download pdf.
    
⁡◾ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ ও সাল - বিস্তারিত।
⁡◾ নৌবিদ্রোহ ১৯৪৬ সাল ১৮ ফেব্রুয়ারি - বিস্তারিত

Post a Comment

Previous Post Next Post