আজকে আমরা শেয়ার করব পাল ও সেন যুগে রচিত কয়েকটি বিখ্যা বইয়ের নাম গুলি । অনেক সময় চাকরির পরীক্ষায় ( Railway Group -D , rrb NTPC, wbcs, psc, ssc, wb police constable, wbp SI, psc Miscellaneous ইত্যাদি) ভারতের ইতিহাস থেকে প্রশ্ন এসে থাকে । যেমন - গীতগোবিন্দ গ্রন্থের রচয়িতা কে ? বা দানসাগর গ্রন্থটির রচয়িতা কে ?
পাল ও সেন যুগের রচিত ১০ টি উল্লেখযোগ্য গ্রন্থের তালিকা PDF
নং | গ্রন্থের নাম | রচয়িতা |
---|---|---|
১. | দানসাগর, অদ্ভুতসাগর, আচার সাগর, প্রতিষ্ঠা সাগর | বল্লাল সেন |
২. | গীতগোবিন্দ | জয়দেব |
৩. | পবনদূত | পবনদূত ধোয়ী |
৪. | গণিত সার সংগ্রহ | মহাবীরাচার্য |
৫. | দশকর্ম পদ্ধতি | ভবদেব ভট্ট |
৬. | রামচরিত | সন্ধ্যাকর নন্দী |
৭. | চিকিৎসা-সার-সংগ্রহ | বঙ্গসেন |
৮. | বল্লাল চরিত | আনন্দ ভট্ট |
৯. | রত্ন মালিকা | আমেঘবর্ষ |
১০. | আর্য সপ্তসতী | গোবর্ধন |
PDF Details:
PDF Name : - পাল ও সেন যুগের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম ও লেখকের তালিকা pdf
PDF Size : - 240 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 1
PDF Download Link : - Click here to download pdf.
◾ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ ও সাল - বিস্তারিত।
◾ নৌবিদ্রোহ ১৯৪৬ সাল ১৮ ফেব্রুয়ারি - বিস্তারিত।
Tags: History