আজকে আমরা শেয়ার করব ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ ড্যাম বা বাঁধের তালিকা । কোন ড্যামটি কোন নদীর তীরে অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত তার সম্পূর্ণ তালিকাটি PDF আকারে দেওয়া আছে । অফলাইনে পড়ার জন্য নীচের দেওয়া লিঙ্কটি থেকে PDF টি Download করে নিন ।
ভারতে কিছু গুরুত্বপূর্ণ ড্যাম বা বাঁধ এর তথ্য
ভারতের সর্বোচ্চ বাঁধটির নাম হল তেহরি বাঁধ । এই বাঁধটি উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর তৈরি করা হয়েছে । এই বাঁধটির উচ্চতা হল 260.5 মিটার ও দৈর্ঘ্য হল 575 মিটার।
ভারতের দীর্ঘতম বাঁধটির নাম হল হিরাকুদ বাঁধ । এই বাঁধটি ওড়িশা রাজ্যে মহানদীর উপর তৈরী করা হয়েছে। বাঁধটির মোট দৈর্ঘ্য 25.79 কিমি এবং প্রধান বাঁধের দৈর্ঘ্য 4.8 কিমি।
ভারতের প্রাচীনতম বাঁধটির নাম হল কাল্লানাই বাঁধ (100 BC -100 AD )। এই বাঁধটি কাবেরী নদীর উপর তামিলনাড়ু রাজ্যে তৈরী করা হয়েছে।
ভারতের দীর্ঘতম বাঁধটির নাম হল হিরাকুদ বাঁধ । এই বাঁধটি ওড়িশা রাজ্যে মহানদীর উপর তৈরী করা হয়েছে। বাঁধটির মোট দৈর্ঘ্য 25.79 কিমি এবং প্রধান বাঁধের দৈর্ঘ্য 4.8 কিমি।
ভারতের প্রাচীনতম বাঁধটির নাম হল কাল্লানাই বাঁধ (100 BC -100 AD )। এই বাঁধটি কাবেরী নদীর উপর তামিলনাড়ু রাজ্যে তৈরী করা হয়েছে।
* Geography Page Link - Click Here.
ভারতের বিভিন্ন নদী বাঁধ সমূহের তালিকা
| বাঁধ ও রাজ্যর নাম | নদীর নাম |
|---|---|
| হীরাকুদ বাঁধ, ওড়িশা | মহানদী |
| মাইথন ড্যাম, ঝাড়খণ্ড | বরাকর |
| কৃষ্ণরাজসাগর বাঁধ, কর্ণাটক | কাবেরী |
| রিহান্দ বাঁধ, উত্তর প্রদেশ | রিহান্দ |
| তেহরি ড্যাম, উত্তরাখণ্ড | ভাগীরথী |
| কয়না ড্যাম, মহারাষ্ট্র | কয়না |
| সর্দার সরোবর বাঁধ, গুজরাট | নর্মদা |
| ভাকরা নাঙ্গল ড্যাম, পাঞ্জাব-হিমাচল প্রদেশ সীমান্ত | সতলেজ |
| তুঙ্গভদ্রা বাঁধ, কর্ণাটক | তুঙ্গভদ্রা |
| ভবানী সাগর ড্যাম, তামিলনাড়ু | ভবানী |
| বিসালপুর বাঁধ, রাজস্থান | বনাস |
| চেরুথনি ড্যাম, কেরালা | চেরুথোনি |
| মেট্টুর ড্যাম, তামিলনাড়ু | কাবেরী |
| নাগার্জুন সাগর বাঁধ, তেলেঙ্গানা | কৃষ্ণ |
| ইন্দিরা সাগর বাঁধ, মধ্য প্রদেশ | নর্মদা |
| নিজাম সাগর বাঁধ, তেলেঙ্গানা | মঞ্জিরা নদী |
| শ্রীশৈলম বাঁধ, অন্ধ্র প্রদেশ | কৃষ্ণা নদী |
| উকাই ড্যাম, গুজরাট | তাপ্তি নদী |
| ডুমখার জলবিদ্যুৎ বাঁধ, জম্মু ও কাশ্মীর | সিন্ধু নদী |
| উরি জলবিদ্যুৎ বাঁধ, জম্মু ও কাশ্মীর | ঝিলাম নদী |
| পাঞ্চেত ড্যাম, ঝাড়খণ্ড | দামোদর নদী |
| চান্দিল ড্যাম, ঝাড়খণ্ড | স্বর্ণরেখা নদী |
| তুঙ্গা ভদ্রা ড্যাম, কর্ণাটক | তুঙ্গভদ্রা নদী |
| ইন্দ্রাবতী বাঁধ, ওড়িশা | ইন্দ্রাবতী নদী |
PDF Details:
PDF Name : - ভারতের বিভিন্ন নদী বাঁধ pdf
PDF Size : - 265 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 1
PDF Download Link : - Click here to download pdf.
Tags: Geography