List of Dame in India pdf in bengali || ভারতের বিভিন্ন নদী বাঁধ / ড্যাম pdf

     আজকে আমরা শেয়ার করব ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ ড্যাম বা বাঁধের তালিকা । কোন ড্যামটি কোন নদীর তীরে অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত তার সম্পূর্ণ তালিকাটি PDF আকারে দেওয়া আছে । অফলাইনে পড়ার জন্য নীচের দেওয়া লিঙ্কটি থেকে PDF টি Download করে নিন । 

ভারতে কিছু গুরুত্বপূর্ণ ড্যাম বা বাঁধ এর তথ্য 

    ভারতের সর্বোচ্চ বাঁধটির নাম হল তেহরি বাঁধ । এই বাঁধটি উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর তৈরি করা হয়েছে । এই বাঁধটির উচ্চতা হল 260.5 মিটার ও দৈর্ঘ্য হল 575 মিটার।

     ভারতের দীর্ঘতম বাঁধটির নাম হল হিরাকুদ বাঁধ । এই বাঁধটি  ওড়িশা রাজ্যে মহানদীর উপর তৈরী করা হয়েছে। বাঁধটির মোট দৈর্ঘ্য 25.79 কিমি এবং প্রধান বাঁধের দৈর্ঘ্য 4.8 কিমি।  

     ভারতের প্রাচীনতম বাঁধটির নাম হল কাল্লানাই বাঁধ (100 BC -100 AD )।  এই বাঁধটি কাবেরী নদীর উপর তামিলনাড়ু রাজ্যে তৈরী করা হয়েছে।

Geography Page Link - Click Here. 

ভারতের বিভিন্ন নদী বাঁধ সমূহের তালিকা 

বাঁধ ও রাজ্যর নাম নদীর নাম
হীরাকুদ বাঁধ, ওড়িশা মহানদী
মাইথন ড্যাম, ঝাড়খণ্ড বরাকর
কৃষ্ণরাজসাগর বাঁধ, কর্ণাটক কাবেরী
রিহান্দ বাঁধ, উত্তর প্রদেশ রিহান্দ
তেহরি ড্যাম, উত্তরাখণ্ড ভাগীরথী
কয়না ড্যাম, মহারাষ্ট্র কয়না
সর্দার সরোবর বাঁধ, গুজরাট নর্মদা
ভাকরা নাঙ্গল ড্যাম, পাঞ্জাব-হিমাচল প্রদেশ সীমান্ত সতলেজ
তুঙ্গভদ্রা বাঁধ, কর্ণাটক তুঙ্গভদ্রা
ভবানী সাগর ড্যাম, তামিলনাড়ু ভবানী
বিসালপুর বাঁধ, রাজস্থান বনাস
চেরুথনি ড্যাম, কেরালা চেরুথোনি
মেট্টুর ড্যাম, তামিলনাড়ু কাবেরী
নাগার্জুন সাগর বাঁধ, তেলেঙ্গানা কৃষ্ণ
ইন্দিরা সাগর বাঁধ, মধ্য প্রদেশ নর্মদা
নিজাম সাগর বাঁধ, তেলেঙ্গানা মঞ্জিরা নদী
শ্রীশৈলম বাঁধ, অন্ধ্র প্রদেশ কৃষ্ণা নদী
উকাই ড্যাম, গুজরাট তাপ্তি নদী
ডুমখার জলবিদ্যুৎ বাঁধ, জম্মু ও কাশ্মীর সিন্ধু নদী
উরি জলবিদ্যুৎ বাঁধ, জম্মু ও কাশ্মীর ঝিলাম নদী
পাঞ্চেত ড্যাম, ঝাড়খণ্ড দামোদর নদী
চান্দিল ড্যাম, ঝাড়খণ্ড স্বর্ণরেখা নদী
তুঙ্গা ভদ্রা ড্যাম, কর্ণাটক তুঙ্গভদ্রা নদী
ইন্দ্রাবতী বাঁধ, ওড়িশা ইন্দ্রাবতী নদী

PDF Details: 
PDF Name : - ভারতের বিভিন্ন নদী বাঁধ pdf
PDF Size : - 265 KB
PDF Language : -  Bengali
PDF Page No : - 1
PDF Download Link : - Click here to download pdf. 



Post a Comment

Previous Post Next Post