কুতুবউদ্দিন আইবক (Qutb -ud-din Aibak)

কুতুবউদ্দিন আইবক (Qutb -ud-din Aibak) 


       কুতুব-উদ্দিন-আইবক হলেন মামলুক বা আইবক বা দাস বংশের প্রতিষ্ঠাতা । 'আইবক' শব্দের অর্থ হল দাস । প্রথম জীবনে তিনি মহম্মদ ঘোরির ক্রীতদাস ছিলেন । পরবর্তীকালে কুতুবউদ্দিন আইবক তাঁর বিশ্বস্ত সেনাপতির পদ অর্জন করেন এবং ভারতের সাম্রাজ্যের দায়িত্ব পান । এর পরে মহম্মদ ঘোরির ১২০৬ খ্রিস্টাব্দে মৃত্যু হলে কুতুবউদ্দিন আইবক নিজেকে স্বাধীন নরপতি হিসাবে ঘোষণা করেন । 

     তিনি মহম্মদ ঘোরিরি কাছ থেকে 'মালিক' ও 'সিপাহসালার' উপাধি পান । এছাড়াও কুতুবুউদ্দিন আইবক দান করার জন্য 'লক্ষদাতা' বা 'লাখবক্স'  নামেও পরিচিত হন । কুতুবুউদ্দিন আইবক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে কুতুবমিনার নির্মাণের কাজ শুরু করেন । তিনি আরও আজমিরের 'আড়াই-দিন-কা-ঝোপড়া' এবং দিল্লিতে 'কোয়াত-উল-ইসলাম' মসজিদের নির্মাণ করেন ।   

    তিনি পোলো খেলতে গিয়ে ১২১০ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা জান । তাঁর সমাধি রয়েছে লাহরে । 

⁡◾ পাল ও সেন যুগের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম ও লেখকের তালিকা pdf - বিস্তারিত
⁡◾ প্রাচীন ভারতের ১০ টি বিখ্যাত মন্দির ও তাদের প্রতিষ্ঠাতা - বিস্তারিত 
◾ ইতিহাস পেজ - ক্লিক করুন 

Post a Comment

Previous Post Next Post