আজকে আমরা শেয়ার করব কোন দেশে কোন কৃত্রিম উপগ্রহ প্রথন উৎক্ষেপণ করেছে তার একটি তালিকা । এই আর্টিকেলের মাধ্যমে আমরা স্যাটেলাইট সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ।
দেশভিত্তিক মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহের তালিকা - 20 টি দেশের ।
দেশের নাম | স্যাটেলাইট | তারিখ |
---|---|---|
প্রথম স্যাটেলাইট ইউএসএসআর দ্বারা | স্পুটনিক -1 | 04 অক্টোবর 1957 |
প্রথম আমেরিকান স্যাটেলাইট | এক্সপ্লোরার- 1 | 1 ফেব্রুয়ারী 1958 |
প্রথম ব্রিটিশ স্যাটেলাইট | এরিয়েল 1 | 26 এপ্রিল 1962 |
প্রথম কানাডিয়ান স্যাটেলাইট | অ্যালুয়েট 1 | 29 সেপ্টেম্বর 1962 |
প্রথম ইতালিয়ান স্যাটেলাইট | সান মার্কো 1 | 15 ডিসেম্বর 1964 |
প্রথম ফরাসি স্যাটেলাইট | অ্যাস্টেরিক্স | 26 নভেম্বর 1965 |
প্রথম জাপানি স্যাটেলাইট | ওশুমি | 11 ফেব্রুয়ারী 1970 |
প্রথম চাইনিজ স্যাটেলাইট | ডং ফ্যাং হং আই | 24 এপ্রিল 1970 |
নেদারল্যান্ডের প্রথম স্যাটেলাইট | ANS | 30 আগস্ট 1974 |
স্পেনের প্রথম স্যাটেলাইট | ইন্টাসাত | 15 নভেম্বর 1974 |
প্রথম ইসরায়েলি স্যাটেলাইট | ওফেক ১ | 19 সেপ্টেম্বর 1988 |
প্রথম পাকিস্তানি স্যাটেলাইট | বদর-1 | 16 জুলাই 1990 |
ইরানের প্রথম স্যাটেলাইট | সীনা 1 | 28 অক্টোবর 2005 |
ব্রাজিলের প্রথম স্যাটেলাইট | Brasilsat A1 | 8 ফেব্রুয়ারি 1985 |
অস্ট্রেলিয়ার প্রথম স্যাটেলাইট | WRESAT | 29 নভেম্বর 1967 |
সৌদি আরবের প্রথম স্যাটেলাইট | আরবসাত-1এ | 8 ফেব্রুয়ারি 1985 |
দক্ষিন আফ্রিকার প্রথম স্যাটেলাইট | সানসাট | 23 ফেব্রুয়ারি 1999 |
থাইল্যান্ডের প্রথম স্যাটেলাইট | থাইকম-1 | 18 ডিসেম্বর 1993 |
সুইডেনের প্রথম স্যাটেলাইট | ভাইকিং | 22 ফেব্রুয়ারি 1986 |
কৃত্রিম উপগ্রহ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ
1. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?
উত্তরঃ ভারতের প্রথম উপগ্রহের নাম হল আর্যভট্ট । ভারত এই কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করেছে 19 এপ্রিল 1975 সালে। ভারতের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টর নাম অনুসারে নামকরণ করা হয়েছে এই কৃত্রিম উপগ্রহটির।
2. মহাকাশে কৃত্রিম উপগ্রহ গুলি কোথায় রাখা হয় ?
উত্তরঃ পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয় । 400 কিমি উচ্চতায়, ISS 28,000 কিমি/ঘন্টা বেগে পাকখেতে থাকে এবং পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে মাত্র 92 মিনিটে।
3. স্যাটেলাইটের কাজ কি ?
উত্তরঃ একটি দেশে স্যাটেলাইটের বিভিন্ন কাজে লাগে । এটি আবহাওয়া সম্পর্কে আমাদের ডেটা প্রদান করে এবং যোগাযোগ গড়েতুলতে সাহায্য করে থাকে ।
4. ভারতের উপগ্রহ সংখ্যা কয়টি ?
উত্তরঃ 1975 সালে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট থেকে শুরু করে 2020 সালে স্যাটেলাইট CMS-01 পর্যন্ত 46 বছরে 120 টিরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ।
5. পৃথিবী থেকে স্যাটেলাইটের দূরত্ব কত ?
উত্তরঃ বেশিরভাগ কৃত্রিম উপগ্রহগুলি 350 - 1,500 কিলোমিটার উচ্চতায় Karman Line-এর উপরে কক্ষপথে স্থাপন করা হয়।
6. স্যাটেলাইট কে আবিষ্কার করেন ?
উত্তরঃ সের্গেই কোরোলেভ।