Patigonit Math in Bengali pdf for Competitive Exams.
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করব শর্টকাট ম্যাথ প্র্যাকটিস সেটটি (Math Shortcut Tricks in Bengali) । এই mcq math গুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে তোমাদের সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে নীচের দেওয়া লিঙ্ক থেকে Math Shortcut Tricks in Bengali pdf set টি Download করে নিন ।
শর্টকাট ম্যাথ |
চাকরির পরীক্ষার গণিতের শর্টকাট ফর্মুলা পি ডি এফ
1. 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি লাইট পোস্ট কে 15 সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে আশা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে । তবে, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত ?
(a) 21 মি./সে.
(b) 26 মি./সে.
(c) 15 মি./সে.
(d) 25 মি./সে.
2. কোন দ্রব্যের ক্রয়মূল্যের ওপর 20% লাভ হয় । তবে ঐ দ্রব্যটি বিক্রয়মূল্যের ওপর শতকরা কত লাভ হবে ?
(a) 25%
(b) 15 %
(c) 16 1/3
(d) 16 2/3
3. একটি বর্গাকার জমির বাহু 10% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?
(a) 21 %
(b) 10%
(c) 20%
(d) 36%
4. এক চোর চুরি করে 114 মিটার দূরত্ব যাওয়ার পর পুলিশ খবর পেয়ে চোরকে তাড়া করে । চোরের গতিবেগ 15 মিটার/মিনিট এবং পুলিশের গতিবেগ 21 মিটার/মিনিট হলে চোরকে ধরতে কত সময় লাগবে ?
(a) 6 মিনিট
(b) 21 মিনিট
(c) 22 মিনিট
(d) 19 মিনিট
5. এক ব্যবসায়ী 400 টাকায় কিছু চাল কিনল । সেটার 3/4 অংশ 10% ক্ষতিতে বিক্রিয় করে । বাকি অংশ কত লাভে বিক্রি করলে , মোটের ওপর 5% ক্ষতি হবে ?
(a) 15 %
(b) 10 %
(c) 20%
(d) 11 %
- Math mcq in Bengali practice - ক্লিক করুন।
- চাকরির পরীক্ষার জন্য গণিত পেজটি দেখুন - ক্লিক করুন।
সমাধানঃ
1. c
: . প্রথম ট্রেনটির গতিবেগ = 150/15=10 মি./সে.
আপেক্ষিক বেগ = 300/12=25 মি./সে.
: . দ্বিতীয় ট্রেনটির গতিবেগ = (25 – 10) = 15 মি./সে.
2. d
20/(100+20)×100=16 2/3%
3. a
{2×10+(10)^2/100}%=21%
4. d
: . প্রতি মিনিটে দূরত্ব = (21 – 15) = 6 মিটার কমবে ।
: . 114 মিটার দূরত্ব কমবে =114/6=19 মিনিট ।
5. b
PDF Details:
PDF Name : - চাকরির গণিত সমাধান pdf 16
PDF Size : - 393 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 1
Download - Click Here.
Tags: Arithmetic