Math Shortcut Tricks in Bengali pdf.
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করব কয়েকটি অঙ্কের শর্টকাট পদ্ধতি । যা চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীদের দ্রুত গণিত সমাধান করতে সাহায্য করবে ।
শর্টকাট ম্যাথ প্র্যাকটিস |
শর্টকাট ম্যাথ প্র্যাকটিস pdf .
1. দুটি চেয়ার ও 3 টি টেবিলের দাম 350 টাকা এবং 3 টি চেয়ার ও 4 টি টেবিলের দাম 500 টাকা হলে একটি চেয়ারের দাম কত টাকা ?
(a) 210
(b) 110
(c) 100
(d) 160
2. একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় সুমন 125 নম্বর পেল । যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হয় । সুমন মোট 75 টি প্রশ্নের উত্তর দিলে শে কয়টি উত্তর ভুল দিয়েছে ?
(a) 25
(b) 15
(c) 35
(d) 38
3. দুটি সংখ্যার যোগফল 22 এবং সংখ্যা দুটির বর্গের সমষ্টি 404 হলে সংখ্যা দুটির গুণফল কত হবে ?
(a) 40
(b) 60
(c) 48
(d) 36
4. রাম ও শ্যামের একটি যৌথ ব্যবসা শুরু করে । মূলধন হিসাবে রাম প্রথমে 30000 টাকা ও 6 মাস পরে 40000 টাকা দেয় এবং শ্যাম প্রথমে 50000 টাকা দেয়া ও 6 মাস পরে 10000 টাকা তুলে নেয় । বছরের শেষে মোট 6175 টাকা লভ্যাংশ পেল । শ্যাম কত টাকা লভ্যাংশ পেল ?
(a) 3925 টাকা
(b) 2925 টাকা
(c) 2625 টাকা
(d) 4225 টাকা
5. রতনের বেতন চেতনের অপেক্ষা 20% কম হলে চেতনের বেতন রতনের বেতন অপেক্ষা কত বেশি ?
(a) 25 %
(b) 80 %
(c) 20%
(d) 17 %
- Math mcq in Bengali practice - ক্লিক করুন।
- চাকরির পরীক্ষার জন্য গণিত পেজটি দেখুন - ক্লিক করুন।
সমাধানঃ
1. c
: . একটি চেয়ারের দাম x টাকা এবং একটি টেবিলের দাম y টাকা ।
2x+3y=350………………(i)×4
3x+4y=500………………(ii)×3
8x+12y=1400
9x+12y=1500
– x= – 100
or,x=100
: . একটি চেয়ারের দাম = 100 টাকা ।
2. c
: . ধরি সঠিক উত্তর x টি ও ভুল উত্তর = (75-x) টি ।
সঠিক নম্বর = 4x ও ভুল নম্বর = (75 – x) নম্বর ।
4x-75+x=125
or,x=40
: . ভুল উত্তর = (75 – 40) = 35 টি ।
3.a
a+b=22,
a^2+b^2=404
or,(a+b)^2-2ab=404
or,(22)^2-2ab=404
or,484-2ab=404
or,ab=40
4. b
: . (30000×12)+(40000×6) ∶ (50000×12)+(10000×6)=600000∶540000=10∶9
9/19 ×6175=2925 টাকা
5. b
20/(100-20)×100= 25%
PDF Details:
PDF Name : - চাকরির গণিত সমাধান pdf 15
PDF Size : - 400 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 1
Download - Click Here.
Tags: Arithmetic