2006 সালের PSC ক্লার্ক চাকরির গণিত সমাধান pdf
নমস্কার বন্ধুর,
আজকে আমরা শেয়ার করব ২০০৬ সালে পিএসসি ক্লার্ক এর পরীক্ষায় আশা অংক গুলির সমাধান pdf টি । তোমরা যারা চাকরির পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই অংক গুলি একবার দেখে নাও । কী ধরনের অংক এসে থাকে চাকরির পরীক্ষায় তার একটি অভিজ্ঞতা হবে । এই PSC ক্লার্ক চাকরির গণিত সমাধান pdf টি নীচের দেওয়া লিঙ্ক থেকে Download করে নাও ।
PSC Clarck Exams Math Solution in Bengali pdf |
চাকরির পরীক্ষায় আসা গণিত সমাধান mcq pdf
1. (ক) 100 টাকার 3 বছরের সুদ 96 টাক । (খ) 300 টাকার 5 বছরের সুদ 165 টাকা । দুটি সুদের হারের অনুপাত কত ?
✓ (a) 32 : 11
(b) 30 : 13
(c) 28 : 13
(d) 16 : 6
2. (9+3)÷3×2-(7-3×2) এর মান কত ?
(a) 1
✓ (b) 7
(c) 4
(d) 0
3. একটি ট্রেন ঘণ্টায় 30 কিমি বেগে 12 মিনিট যায় । তারপরের 8 কিমি ঘণ্টায় 45 কিমি যায় । ট্রেনটির গতিবেগ কত ?
(a) 40 কিমি / ঘণ্টা
✓ (b) 36 কিমি / ঘণ্টা
(c) 43 কিমি / ঘণ্টা
(d) 46 কিমি / ঘণ্টা
4. সময়মতো ইলেকট্রিক বিল দিলে 15% ছাড় পাওয়া যায় । একটি মানুষ 54 টাকা ছাড় পেল, তার ইলেকট্রিক বিল কত টাকা ছিল ?
(a) 300
(b) 350
✓(c) 360
(d) 380
5. দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24 । বড় সংখ্যাটি ছোটো সংখ্যাটির 1 1/2 গুন । সংখ্যাগুলি কী কী ?
✓(a) 6 , 4
(b) 3, 8
(c) 2, 12
(d) 3, 7
- Math mcq in Bengali practice - ক্লিক করুন।
- চাকরির পরীক্ষার জন্য গণিত পেজটি দেখুন - ক্লিক করুন।
6. 5 জন শ্রমিক 5 টি মাদুর 5 ঘণ্টায় তৈরি করতে পারে । 10 জন শ্রমিক 10 ঘণ্টায় কতগুলি মাদুর তৈরি করতে পারবে ?
(a) 10
✓ (b) 20
(c) 30
(d) 35
7. একজন লোক তার মোট চালের 2/3 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রয় করল । আবার সে তার অবশিষ্টের 1/2 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রয় করল । এবার তার 150 কিলোগ্রাম অবশিষ্ট রইল । প্রথমে তার কত চাল ছিল ?
(a) 2100 কেজি
✓ (b) 1800 কেজি
(c) 2400 কেজি
(d) 2000 কেজি
8. সমপরিমাণ বেড়ে যাওয়া একটি সংখ্যার সিরিজের প্রথম সংখ্যাটি হল 51 এবং সপ্তম সংখ্যাটি হল 81 । মাঝের সংখ্যাগুলি কত ?
✓(a) 56, 61, 66, 71, 76
(b) 58, 63, 68, 73, 78
(c) 54, 59, 63, 67, 71
(d) 59, 65, 69, 75, 77
9. 240 c.c. জল মিশ্রিত গ্লিসারিনে জল ও গ্লিসারিনের অনুপাত 1 : 3 । এই মিশ্রণের সাথে কত পরিমাণ জল মেশালে জল ও গ্লিসারিনের আয়তনের অনুপাত 2 : 3 হবে ?
(a) 70 c.c.
(b) 80 c.c.
✓ (c) 60 c.c.
(d) 50 c.c.
10. 175 –কে দুটি পূর্ণ সংখ্যার গুণফল হিসাবে কত ভাবে প্রকাশ করা যায় ?
(a) 2
✓ (b) 3
(c) 4
(d) 5
11. একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার অনুপাত 3 : 4 : 5 এবং মোট টাকা 100 হলে , প্রতিটি মুদ্রা কতগুলি করে ছিল ?
✓(a) 48, 64, 80
(b) 48, 60, 70
(c) 55, 78, 90
(d) 44, 68, 80
12. দুটি সংখ্যার যোগফল সংখ্যাদুটির স্থান পরিবর্তন করে যে যোগফল হয়, তার সমান । সংখ্যা দুটির গুণফল কত ?
(a) 5
(b) 6
✓ (c) 1
(d) কোনটিই না ।
13. 6300 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুন করলে গুণফল একটি ঘনক হবে ?
(a) 1525
✓ (b) 1470
(c) 1600
(d) 2500
14. A ও B একটি কাজ করে 12 দিন, B ও C করে 15 দিনে এবং C ও A করে 20 দিন । A, B ও C একত্রে কতদিনে কাজটি করতে পারবে ?
(a) 8 দিন
(b) 12 দিন
✓ (c) 10 দিন
(d) 14 দিন
15. দুটি সংখ্যার গড় 8 এবং অপর তিনটি সংখ্যার গড় 3 । ঐ 5 টি সংখ্যার গড় কত ?
(a) 4
✓ (b) 5
(c) 10
(d) 3
16. বার্ষিক 6 1/4 % সুদের হারে কতদিনে 1250 টাকা 1875 টাকায় পরিণত হবে ?
✓ (a) 8 বছর
(b) 10 বছর
(c) 6 বছর
(d) 5 বছর
17. ক্রয়মূল্য শতকরা কত হারে বৃদ্ধি করলে কমিশন হিসাবে 10% দিয়ে বিক্রয়মূল্যে 20% লাভ থাকবে ?
(a) 30%
✓ (b) 33 1/3%
(c) 25%
(d) 40%
18. একটি 72 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 7 : 2 , সেই মিশ্রণে কতটা জল মিশ্রিত করলে সেই সিরাপ ও জলের অনুপাত হবে 4 : 3 ?
(a) 20 লিটার
(b) 24 লিটার
✓ (c) 26 লিটার
(d) 30 লিটার
19. একটি ট্রেন 40 কিমি / ঘণ্টা গতিবেগে দেরাদুন থেকে দিল্লীতে যায় এবং 60 কিমি / ঘণ্টা বেগে ফিরে আসে । এই যাত্রায় ট্রেনটির গড় গতিবেগ কত ?
(a) 50 কিমি / ঘণ্টা
(b) 45 কিমি / ঘণ্টা
✓ (c) 48 কিমি / ঘণ্টা
(d) 52 কিমি / ঘণ্টা
21. দুটি সংখ্যার যোগফল 128 এবং তাদের বিয়োগফল 32 । সংখ্যা দুটি হল –
✓ (a) 80, 48
(b) 78, 50
(c) 74, 54
(d) 70, 58
22. দুই ব্যক্তির বয়সের অনুপাত 4 : 7 এবং তাদের মধ্যে একজনের বয়স অন্যজনের থেকে 30 বছর বেশী । তাদের বয়সের যোগফল কত ?
(a) 100
✓ (b) 110
(c) 120
(d) 130
23. 309, 814, 2219 –কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 অবশিষ্ট থাকে ?
✓ (a) 18
(b) 54
(c) 2214
(d) 507
24. বিদ্যালয়ের 500 জন ছাত্রছাত্রীর মধ্যে ছেলে ও মেয়ের অনুপাত 13 : 11 । যদি আরও 12 জন মেয়ে যোগ দেয় , তাহেল সেই অনুপাত কত হবে ?
✓ (a) 91 : 81
(b) 93 : 83
(c) 54 : 68
(d) 7 : 9
25. নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড় ?
✓ (a) 4/9
(b) √(9/27)
(c) (0.8)^2
(d) .27
26. একটি বাক্স যখন বালিতে পুরো ভর্তি থাকে তখন তার ওজন হয় 8.5 কেজি এবং অর্ধেক ভর্তি থাকলে এর ওজন হয় 5.5 কেজি খালি বাক্সটির ওজন কত ?
(a) 3 কেজি
(b) 1.5 কেজি
(c) 4 কেজি
✓ (d) 2.5 কেজি
27. দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের গ.সা.গু. = 4 । তাদের ল.সা.গু. কত ?
(a) 50
(b) 56
✓ (c) 48
(d) 60
28. রমেশ মোহনের থেকে 10% বেশী নম্বর পায় । মোহন রমেশের থেকে কত শতাংশ কম নম্বর পায় ?
(a) 10%
(b) 9%
✓ (c) 9 1/11 %
(d) 11%
29. m এর 10% = n এর 20% এবং 100% = n এর x% । x –এর কত বের কর ।
(a) 33
(b) 40
(c) 166
✓ (d) 200
30. 500 টকা 50 টি বালক-বালিকার মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হল যে প্রত্যেক বালক 8 টাকা এবং প্রত্যেক বালিকা 12 টাকা পায় । বালকের সংখ্যা হল –
(a) 24
✓(b) 25
(c) 27
(d) 29
31. 100 থেকে 1000 এর মধ্যে যে কোন সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফল বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য ?
(a) 5
(b) 6
(c) 7
✓ (d) 9
32. 1/2 এবং 1/3 –এর মধ্যে অবস্থিত এবং 12 হর বিশিষ্ট একটি ভগ্নাংশ হল –
(a) 3/12
(b) 7/12
(c) 5/12
✓ (d) 9/12
33. দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7 : 8 , যদি দ্বিতীয় ট্রেন 5 ঘণ্টায় 400 কিলোমিটার যায় তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত ?
(a) 60 কিমি / ঘণ্টা
(b) 55 কিমি / ঘণ্টা
✓ (c) 70 কিমি / ঘণ্টা
(d) 75 কিমি / ঘণ্টা
34. A শতকরা 6 1⁄4% সরল সুদে 400 টাকা ধার দিল, B শতকরা 5 % সরল সুদে কত টাকা ধার দিলে প্রত্যেক বছর শেষে দুজনে একই সুদ পাবে ?
(a) 400
✓ (b) 500
(c) 800
(d) 1000
35. একটি সংখ্যার 20% বাড়ানো হল । তারপর আবার 20% বাড়ানো হল । এর ফলে সংখ্যাটি শতকরা কত পরিবর্তিত হল ?
(a) 40%
(b) 50%
✓ (c) 44%
(d) 36%
36. 5 টি ভেড়ার দাম = 8 টি ছাগলের দাম = 3 টি গরুর দাম , 50 টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে ?
(a) 6
✓ (b) 8
(c) 10
(d) 12
37. কোন পরীক্ষায় 62% পরীক্ষার্থী অঙ্কে ফেল করে , 52 % পরীক্ষার্থী ইংরাজিতে পাশ করে এবং 22% এউতি বিষয়েই ফেল করে । 108 জন পরীক্ষার্থী দুটি বিষয়ে পাশ করে । মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ?
(a) 1200
✓ (b) 900
(c) 800
(d) 100
PDF Details:
PDF Name : - WB PSC ক্লার্কের চাকরির পরীক্ষায় আসা অংক PDF
PDF Size : - 600 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 5
Download - Click Here.
Tags: PSC Clarck math solution