নমস্কার বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করব ২০১৮ সালের রেলের গ্রুপ ডি পরীক্ষায় আসা অঙ্ক গুলির সমাধান । রেলের পরীক্ষার পরীক্ষার্থীদের সুবিধার্থে এই অঙ্কগুলি দেওয়া হল। আশা করি পরীক্ষার্থীরা এখান থেকে বুঝতে পারবে যে , রেলের পরীক্ষায় কী কী ধরনের অঙ্ক এসে থাকে। নিচের দেওয়া লিঙ্ক থেকে পিডিএফটি অফলাইনে পড়ার জন্য Download করে নাও ।
RRB Group D Question Paper Details 2018 |
RRB Group D Question Paper Details 2018 :
- Level-1 Post CEN-02/2018
- TIME: 9:00AM-10.300AM
- DATE: 27/09/2018
- রেলের গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস ২০২২ ক্লিক করুন
- রেলের গ্রুপ ডি অঙ্ক (ম্যথ) প্র্যাকটিস সেটের পেজটি দেখুন - ক্লিক করুন ।
RRB Group D Previous (27/09/2018) Year Question Paper Math Soution pdf in Bengali
1. A এবং B 1.5 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে । যদিও , কাজটি সম্পন্ন হওয়ার কয়েকদিন আগেই A কে কাজটি ছেড়ে দিতে হয় তাই কাজটি সম্পন্ন করতে মোট 2 দিন লেগেছিল । যদি A একা 2.625 দিনে কাজটি সম্পন্ন করতে পারে , তাহলে কাজটি শেষ হওয়ার কত দিন আগে A কাজটি ছেড়ে দেয় ?
Ans : ✓1. 0.875
2. 1.125
3. 0.375
4. 0.625
2. 2016 সালে , 52 সপ্তাহ ও P দিন ছিল । P এর মান কত ?
Ans : 1. 4
2. 5
✓3. 2
4. 3
3. 80 ÷[48-{56-(60-36÷12×4)}]=
Ans : 1. 8
✓ 2. 2
3. 4
4. 5
4. একটি দোকানে 1500 কেজির 4.5% তুর ডাল বিক্রি করা হয়েছে । বিক্রির পরিমাণ নির্ণয় কর ।
Ans : 1. 70 kg
✓ 2. 67.5 kg
3. 63.5 kg
4. 64.5 kg
5. নিম্নে প্রদত্ত সংখ্যা সমষ্টির, বহুলক , মধ্যক এবং গড় – এর যোগফল নির্ণয় করুন ।
6, 3, 8, 4, 3, 11, 7, 4, 5, 41
Ans : 1. 13
✓ 2. 14
3. 14.5
4. 13.5
6. (-18)[36÷{7-(-2)}]÷(-4){19-(-3)×(-5)}=?
Ans : 1. 2.5
2. – 2.5
✓ 3. 4.5
4. – 4.5
7. 5 ই জানুয়ারি 2018 ছিল শুক্রবার । নিম্নোক্ত কোন বছরগুলিতে 5 ই জানুয়ারি আবার শুক্রবার হবে ?
Ans : ✓ 1. 2024
2. 2023
3. 2022
4. 2020
8. পাইপ A একটি ইনলেট (নালী) পাইপ তা 69 ঘণ্টায় খালি কূপটি ভর্তি করতে পারে । পাইপ B 46 ঘণ্টায় কূপটিকে খালি করতে পারে । যখন কূপটি ভরে যায় তখন পাইপ B কে প্রথমে খুলে তারপর দুটি পাইপকেই এক ঘণ্টা করে আলাদা খুলে দেওয়া হয় । কূপটিকে খালি করার জন্য কতক্ষণ সময় লাগবে ?
Ans : 1. 1 দিন 13 ঘণ্টা
2. 11 দিন 10 ঘণ্টা
3. 11 দিন 12 ঘণ্টা
✓4. 1 দিন 7 ঘণ্টা
9. তিনটি ভিন্ন ভিন্ন ঘড়ি যথাক্রমে প্রতি 2, 4 এবং 6 ঘণ্টায় অ্যালার্ম বাজে । যদি ঘড়িগুলি একইসময়ে চলতে শুরু করে , তাহলে 3 দিন একসাথে কতবার অ্যালার্ম বাজবে ?
Ans : 1. 3
2. 2
3. 9
✓ 4. 6
10. নীচের দেওয়া কোন ভগ্নাংশ 4/11 এর সমান নয় ?
Ans : 1. 32/88
✓2. 84/209
3. 20/55
4. 64/176
11. রঘু 1000 টাকা বিনিয়োগ করেন ও 6% বার্ষিক সরল সুদের হারে X বছর পর 1300 টাকা পান । X এর মান নির্ণয় করুন ?
Ans : ✓1. 5 বছর
2. 2 বছর
3. 3 বছর
4. 4 বছর
12. যদি a ধনাত্মক হয় এবং a^2+ 1/a^2 =7 , তাহলে a^3+1/a^3 = ?
Ans : 1. 21
2. 7√7
3. 3√7
✓ 4. 18
13. যদি tana= √(3+2,) তাহলে tana-cota র মান হল
Ans : 1. 4
2. √(3-2 )
✓3. 2√(3 )
4. 2
14. 14, 12 , 16, 13 এবং 18 সংখ্যা গুলির মধ্যক হল
Ans : 1. 13
2. 14.5
✓3. 13.5
4. 14
15. সাবরিনা 8 কিমি / ঘণ্টা পায়ে হেঁটে এবং 13 কিমি / ঘণ্টা সাইকেলে ভ্রমণ করেছেন । তিনি 8 ঘণ্টার মধ্যে 84 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন । তিনি কত ঘণ্টা সাইকেল চালিয়েছেন ?
Ans : 1. 3
2. 5
✓3. 4
4. 2
16. কিছু বছর আগে কোন একটি ব্যবহৃত দ্রব্য 34% লোকসানে 7,260 টাকায় বিক্রি করলেন । 5% এর লাভ করতে হলে ব্যবহৃত দ্রব্যটি কত দামে বিক্রি করতে হবে ?
Ans : 1. 11,440 টাকা ।
2. 11,440 টাকা ।
3. 11,440 টাকা ।
4. 11,440 টাকা ।
[Note: For this question, discrepancy is found in question/answer. So, This question is ignored for all candidates.]
17. আর্যর থেকে বিশাল 20 বছরের ছোট । বারো বছর পর আর্যর বয়স বিশালের বয়সের 1.25 গুন হবে । আর্যের বয়স এখন .. .. .. .. .. বছর ।
Ans : ✓1. 88
2. 78
3. 68
4. 72
18. 3/4+{3/4+3/4÷(3/4+3/4)}= ?
Ans : 1. 3/4
2. 2 3/4
✓ 3. 2
4. 1
19. বিকল্প থেকে অনুপস্থিত নম্বরটি বেছে নিয়ে নম্বরের প্রগতিটি সম্পূর্ণ কর ।
32, 64,256, 1536, ?, 122880, 1474560
Ans : ✓1. 12288
2. 12285
3. 122860
4. 1268
20. প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে ?
পিডিএফ টি দেখুন
Ans : ✓1. 23
2. 20
3. 21
4. 22
21. একটি সংখ্যার 38% হল 133 । সংখ্যাটি কী ?
Ans : 1. 360
✓ 2. 350
3. 355
4. 340
22. (-12)[11+{7×(-3)}]÷[4{13-(-3)×(-6)}]=
Ans : ✓1. – 6
2. – 2
3. – 4
4. 4
23. ত্রিবেণীকে 3.5 ঘণ্টার মধ্যে 175 কিলোমিটার যাত্রা করতে হবে । সে 2.5 ঘণ্টার মধ্যে 58 কিলোমিটার / ঘণ্টা গতিতে যাত্রা শুরু করে কিন্তু যাত্রা শেষ করার পূর্বে 20 মিনিটের জন্য বিশ্রাম দেয় । যদি ত্রিবেণীকে সময় মতো পৌঁছাতে হয় , তবে যাত্রার শেষ পর্যায়ে তার গতি হতে হবে ………… ।
Ans : ✓1. 45 কিলোমিটার / ঘণ্টা ।
2. 45 কিলোমিটার / ঘণ্টা ।
3. 45 কিলোমিটার / ঘণ্টা ।
4. 45 কিলোমিটার / ঘণ্টা ।
24. নিম্নলিখিত কোন সংখ্যাগুলি অমুলদ ?
Ans : 1. √(5&1024)
2. √1024
✓ 3. ∜1024
4. √(10&1024)
25. 15625 এর বর্গমূল খুঁজুন ।
Ans : 1. 150
2. 135
✓3. 125
4. 145
26. একটি জলের ট্যাঙ্ক 2/5 অংশ ভর্তি । নল A ট্যাঙ্কটিকে 12 মিনিটে ভর্তি করতে পারে যেখানে পাইপ B 6 মিনিট খালি করতে পারে । যদি দুটি পাইপকেই একসাথে চালু রাখা হয়, তাহলে পুরো ট্যাঙ্কটিকে সম্পূর্ণ খালি বা ভর্তি করতে কত সময় লাগবে ?
Ans : 1. 4.8 মিনিটে ভর্তি হবে
✓2. 4.8 মিনিটে খালি হবে
3. 5.6 মিনিটে খালি হবে
4. 5.6 মিনিটে ভর্তি হবে
PDF Details:
PDF Name : - রেলের গ্রুপ ডি প্রশ্ন 2018 pdf অংক সমাধান 27/09/2018
PDF Size : - 502 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 4
Download - Click Here.
- Level-1 Post CEN-02/2018
- TIME: 12:30PM-2.00PM
- DATE: 01/10/2018
- Level-1 Post CEN-02/2018
- TIME: 9:00AM-10.300AM
- DATE: 01/12/2018
Tags: rrb group d math